Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

গৌরনদীতে ছাত্রলীগের দু গ্রুপের সংঘর্ষে আহত ১০

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ নভেম্বর ২০১৮, ০১:২৫ PM
আপডেট: ২৭ নভেম্বর ২০১৮, ০১:২৮ PM

bdmorning Image Preview


আধিপত্য বিস্তার ও দলীয় কোন্দলের জের ধরে বরিশালের গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় ছাত্রলীগের দু গ্রুপের সংঘর্ষে ১০ নেতাকর্মী আহত হয়েছেন।

সোমবার (২৬ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। পরে পুলিশ লাঠিচার্জ করে উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে দিলে পরিস্থিতি শান্ত হয়। আহতদের মধ্যে রয়েছে, ছাত্রলীগ নেতা রাসেল ফকির, সৈয়দ দিদার, সুজন সরদার, চয়ন সরদার, ইমন, ইয়ামিন মিয়া, রায়হান, রাব্বি মিয়া ও মিলন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সরকারি গৌরনদী কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ছাত্রলীগ নেতা সুমন মাহামুদ ও উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান মিয়ার গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ বিরোধকে কেন্দ্র করে সোমবার দুপুরে ছাত্রলীগ নেতা ইমরান মিয়ার এক সমর্থককে মারধর করে সুমন মাহামুদের দুই সমর্থক।

গৌরনদী বাসস্ট্যান্ডস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত কলেজ ছাত্রলীগ নেতা শফিকুল ইসলাম বুলেটের ১৭তম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভা শেষে উপজেলা ও পৌর আওয়ামী লীগের নেতারা চলে যাওয়ার পর, ইমরান গ্রুপের সমর্থকরা লাঠিসোটা নিয়ে গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় সুমন গ্রুপের ওপর হামলা চালায়। এ সময় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে।

গৌরনদী মডেল থানার ওসি গোলাম সরোয়ার জানান, খবর পেয়ে থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাঠিচার্জ করে উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। গৌরনদী বাসস্ট্যান্ডে পুলিশ টহলে দিচ্ছে।

উল্লেখ্য, গত ২৩ নভেম্বর একইস্থানে ছাত্রলীগের দুগ্রুপের মধ্যে সংঘর্ষে দুই পুলিশ সদস্যসহ ১৫ জন আহত হন।

Bootstrap Image Preview