Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

সারাদেশে বিএনপির মনোনয়ন পেয়েছেন যারা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ নভেম্বর ২০১৮, ০৯:৪১ AM
আপডেট: ২৭ নভেম্বর ২০১৮, ০৯:৫৯ AM

bdmorning Image Preview


একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনয়নের চিঠি পেয়েছেন বিএনপি প্রার্থীরা।

সোমবার ( ২৬ নভেম্বর) দুপুর সোয়া ৩টার দিকে গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে খালেদা জিয়ার মনোনয়নের চিঠি দেওয়ার মাধ্যমে দলীয় প্রার্থীদের কাছে মনোনয়ন চিঠি দেওয়া শুরু হয়।

প্রথম দিনে রংপুরের ৩৩, রাজশাহীর ৩৯ ও বরিশালের ২১ আসনসহ তিন বিভাগে মোট ৯৩টি আসনের মধ্যে ৮৫টি আসনে দলীয় প্রার্থী মনোনয়নের চিঠি দিয়েছে দলটি। বাকি আটটি আসন পুরনো মিত্র ২০ দলীয় জোট এবং নতুন মিত্র জাতীয় ঐক্যফ্রন্টের জন্য খালি রাখা হয়েছে। মঙ্গলবার বাকি সব বিভাগের দলীয় ও দুই জোটের শরিকরে মনোনয়নের চিঠিও দেওয়া হবে।

সারা দেশে বিএনপির মনোনয়ন প্রাপ্ত্রা হলেন-

ঢাকা-২ আমানউল্লাহ আমান, ঢাকা-৩ গয়েশ্বর চন্দ্র রায়, ঢাকা-৪ সালাহউদ্দিন আহমেদ, ঢাকা-৫ নবীউল্লাহ নবী, ঢাকা-৬ আবুল বাশার, ঢাকা-৮ মির্জা আব্বাস, ঢাকা-৯ হাবীব-উন নবী সোহেল, ঢাকা-১৩ আবদুস সালাম।

নরসিংদী-১ খায়রুল কবির খোকন, নরসিংদী-৩ সানাউল্লাহ মিয়া, রংপুর বিভাগ পঞ্চগড়-১ ব্যারিস্টার নওশাদ জমির ও তৌহিদুল ইসলাম, পঞ্চগড়-২ জাহিদুর রহমান ও ফরহাদ হোসেন আজাদ, তাসমিয়া প্রধান ( ২০ দল), ঠাকুরগাঁও-১ মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঠাকুরগাঁও-২ মো. আবদুস সালাম ও জুলফিকার মুর্তাজা চৌধুরী তুলা, ঠাকুরগাঁও-৩ জাহিদুর রহমান ও জিয়াউল ইসলাম জিয়া, দিনাজপুর-১ মঞ্জুরুল ইসলাম ও মামুনুর রশীদ, দিনাজপুর-২ লে. জে. (অব.) মাহবুবুর রহমান, দিনাজপুর-৩ জাহাঙ্গীর আলম এবং মোফাজ্জল হোসেন দুলাল, দিনাজপুর-৪ হাফিজুর রহমান সরকার ও আক্তারুজ্জামান মিয়া, দিনাজপুর-৫ এজেডএম রেজওয়ানুল হক ও এসএস জাকারিয়া বাচ্চু, দিনাজাপুর-৬ মো. লুৎফর রহমান ও সাহিদুল ইসলাম শাহীন, লালমনিরহাট-২ সালাউদ্দিন হেলাল, নীলফামারী- ৩ আসাদুল হাবিব দুলু, রংপুর-১ মোশাররফ হোসেন সুজন, রংপুর-২ ওয়াহিদুজ্জামান মামুন ও মোজাফফর আলী, রংপুর-৩ রিটা রহমান ও মোজাফফর আহমদ, রংপুর-৪ এমদাদুল হক ভরসা, রংপুর-৫ সোলায়মান আলম ও ডা. মমতাজ, রংপুর-৬ সাইফুল ইসলাম, কুড়িগ্রাম-১ মো. সাইফুর রহমান রানা ও শামীমা রহমান আপন, কুড়িগ্রাম-২ সোহেল হোসনাইন কায়কোবাদ ও আবু বকর সিদ্দিক, কুড়িগ্রাম-৩ তাজভীরুল ইসলাম ও আবদুল খালেক, কুড়িগ্রাম-৪ আজিজুর রহমানও মুখলেছুর রহমান। গাইবান্ধা-১ খন্দকার জিয়াউল ইসলাম, মাজহারুল ইসলাম, গাইবান্ধা-২ আহমদ খান, গাইবান্ধা- ৩ অধ্যাপক ডা. মঈনুল হাসান সাদিক, গাইবান্ধা- ৪ ফারুক আলম।

রাজশাহী বিভাগ জয়পুরহাট-১ ফয়সাল আলিম ও ফজলুর রহমান, জয়পুরহাট-২ ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা ও আবু ইউসুফ খলিলুর রহমান, বগুড়া -৬ বেগম খালেদা জিয়া, বগুড়া-৭ বেগম খালেদা জিয়া, চাঁপাই নবাবগঞ্জ-১ শাহজাহান মিয়া ও বেলাল ই বাকী, চাঁপাই নবাবগঞ্জ-২ আনোয়ারুল ইসলাম, চাঁপাই নবাবগঞ্জ-৩ আবদুল ওয়াহেদ ও হারুনুর রশীদ, নওগাঁ-১ ডা. ছালেক চৌধুরী, মাসুদ রানা ও মোস্তাফিজুর রহমান, নওগাঁ-২ সামসুজ্জোহা খান ও খাজা নজীবুল্লাহ চৌধুরী, নওগাঁ-৩ পারভেজ আরেফিন সিদ্দিকী জনি ও রবিউল আলম বুলেট, নওগাঁ-৪ শামসুল আলম প্রামাণিক ও ডা. ইকরামুল বারি টিটো, নওগাঁ-৫ জাহিদুল ইসলাম ও নাজমুল হক সনি, নওগাঁ-৬ আলমগীর কবির ও শেখ রেজাউল ইসলাম, রাজশাহী-১ ব্যারিস্টার আমিনুল হক, রাজশাহী-২ মিজানুর রহমান মিনু ও সাঈদ হাসান, রাজশাহী-৩ শফিকুল হক মিলন ও মতিউর রহমান মন্টু, রাজশাহী-৪ আসনে আবু হেনা ও আবদুল গফুর, রাজশাহী-৫ নাদিম মোস্তফা ও নজরুল মন্ডল, রাজশাহী-৬ আবু সাঈদ চাঁদ ও নুরুজ্জামান খান মানিক, নাটোর-১ কামরুন নাহার শিরিন ও তাইফুল ইসলাম টিপু, নাটোর-২ সাবিনা ইয়াসমিন ও রুহুল কুদ্দুস তালুকদার দুলু, নাটোর-৩ দাউদার মাহমুদ ও আনোয়ার হোসেন আনু, নাটোর-৪ আবদুল আজিজ, সিরাজগঞ্জ-১ কনক চাঁপা ও নাজমুল হাসান রানা, সিরাজগঞ্জ-২ রোমানা মাহমুদ ও ইকবাল হাসান মাহমুদ টুকু, সিরাজগঞ্জ-৩ ভিপি আইনুল হক ও আবদুল মান্নান তালুকদার, সিরাজগঞ্জ -৪ (২০ দল) সিরাজগঞ্জ-৫ আমিরুল ইসলাম খান আলিম ও রকিবুল করিম খান পাপ্পু, সিরাজগঞ্জ-৬ কামরুদ্দিন ইয়াহিয়া খান মজলিস ও ডা. এম এ মুহিত। পাবনা- ৫ শামসুর রহমান শিমুল বিশ্বাস। বরিশাল বিভাগ বরগুনা-১ মতিউর রহমান তুলুকদার ও নজরুল আসলাম মোল্লা, বরগুনা-২ নুরুল ইসলাম মনি, পটুয়াখালী-১ এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী ও সুরাইয়া আক্তার চৌধুরী, পটুয়াখালী-২ শহিদুল আলম তালুকদার ও সালমা আলম, পটুয়াখালী-৩ গোলাম মওলা রনি, হাসান মামুন ও মো. শাহাজান, পটুয়াখালী-৪ আলহাজ এবি এম মোশাররফ হোসেন ও মনিরুজ্জামান মনি, ভোলা- ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ( ২০ দল) ভোলা-২ হাফিজ ইব্রাহিম ও রফিকুল ইসলাম মমিন, ভোলা-৩ মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ ও কামাল হোসেন, ভোলা-৪ নাজিমুদ্দিন আলম ও নুরুল ইসলাম নয়ন, বরিশাল-১ আসনে জহিরউদ্দিন স্বপন ও আবদুস সোবহান, বরিশাল-২ সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, শরফুদ্দিন শান্টু ও শহিদুল হক জামাল, বরিশাল-৩ অ্যাডভোকেট জয়নাল আবেদিন ও সেলিমা রহমান, বরিশাল-৪ মেজবাহ উদ্দিন ফরহাদ ও রাজীব আহসান, বরিশাল-৫ মুজিবুর রহমান সারোয়ার ও এবাইদুল হক চাঁন, বরিশাল-৬ আবুল হোসেন খান ও অধ্যাপক রশীদ খান, ঝালকাঠি-১ ব্যারিস্টার শাহজাহান ওমর, ঝালকাঠি-২ রফিকুল ইসলাম জামান, ইসরাত জাহান ইলেন ভুট্টো ও জেবা আলম খান, পিরোজপুর-১ (২০ দল), পিরোজপুর -২ ডা. মোস্তাফিজুর রহমান ইরান( ২০ দল) পিরোজপুর-৩ রুহুল আমিন দুলাল ও শাহজাহান মিয়া। সিলেট বিভাগ সিলেট-২ তাহসিনা রুশদীর, মৌলভীবাজার-২ সুলতান মুহাম্মদ মনসুর (ঐক্যফ্রন্ট), চট্টগ্রাম বিভাগ নোয়াখালী-১ ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, নোয়াখালী-২ জয়নাল আবেদীন ফারুক, নোয়াখালী-৪ মোহাম্মদ শাহজাহান, নোয়াখালী-৫ ব্যারিস্টার মওদুদ আহমদ, নোয়াখালী-৬ ফজলুল আজিম। লক্ষ্মীপুর-১ শাহাদাত হোসেন সেলিম (এলডিপি), লক্ষ্মীপুর-২ আবুল খায়ের ভুইয়া, লক্ষ্মীপুর-৩ শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, লক্ষ্মীপুর-৪ আশরাফ উদ্দিন নিজাম। ফেনী-১ খালেদা জিয়া, ফেনী-২ ভিপি জয়নাল, ফেনী-৩ আব্দুল আউয়াল মিন্টু। ময়মনসিংহ বিভাগ ময়মনসিংহ-৪ আবু ওহাব আকন্দ, তফসিল অনুসারে, আগামী ৩০ ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচনে ভোট হবে। মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ২৮ নভেম্বর, ২ ডিসেম্বর যাচাই-বাছাই ও মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন নির্ধারিত রয়েছে ৯ ডিসেম্বর।

Bootstrap Image Preview