Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সুনামগঞ্জে হেরোইন পাচার মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড

হাবিব সরোয়ার আজাদ, সিলেট প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৬ নভেম্বর ২০১৮, ০৭:২৩ PM
আপডেট: ২৬ নভেম্বর ২০১৮, ০৭:২৩ PM

bdmorning Image Preview


সুনামগঞ্জে হেরোইন পাচারের মামলায় তাহের মিয়া নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন ও ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরোও ৩ মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (২৬ নভেম্বর) দুপুরে সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত তাহির মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানার ফরমানপুর গ্রামের তমুজ উদ্দিনের ছেলে।

এ মামলায় অপর আসামী আব্দুল কুদ্দস, ইউনুছ মিয়া, মো. আব্দুল্লাহ’র বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের মামলা থেকে অব্যহতি দেন আদালত। 

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১০ সালের ১৩ জুলাই সুনামগঞ্জ শহরের একটি রেষ্টুরেন্ট থেকে ২০ লক্ষ টাকা মূল্যের ২শ গ্রাম হেরোইনসহ ৪জনকে গ্রেফতার করে র‌্যাব-৯ এর একটি দল। ওইদিনই র‌্যাব বাদী হয়ে সুনামগঞ্জ সদর থানায় ৪ জনকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে।

রাষ্টপক্ষের আইনজীবী জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট সুহেল আহমদ ছইল মিয়া জানান, দণ্ডপ্রাপ্ত আসামি বর্তমানে পলাতক রয়েছে। 

Bootstrap Image Preview