Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মনোনয়ন নিয়ে বিভ্রান্তি 

হৃদয় দেবনাথ, মৌলভীবাজার প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৬ নভেম্বর ২০১৮, ০৬:১৫ PM
আপডেট: ২৬ নভেম্বর ২০১৮, ০৬:১৫ PM

bdmorning Image Preview


আসন্ন একাদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রবিবার (২৫ নভেম্বর) থেকে মৌলভীবাজার-৩, মৌলভীবাজার সদর ও রাজনগর আসন থেকে প্রয়াত সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলীর স্ত্রী প্যানেল স্পিকার ও এমপি সৈয়দা সায়রা মহসিন আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বলে বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হলেও প্রকৃতপক্ষে আসনটিতে মনোনয়ন পেয়েছেন জেলা আওয়ামী লীগ সভাপতি নেছার আহমদ।

রবিবার দলের সংসদীয় বোর্ডের সভাপতি স্বাক্ষরিত মনোনয়নপত্রটি হাতে পেয়েছেন বলে বিডিমর্নিংকে জানিয়েছেন নেছার আহমদ। 

জানা যায়, আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়ার পর থেকে মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনে সৈয়দা সায়রা মহসিন মনোনয়ন পাচ্ছেন বলে সরব আলোচনা শুরু হয় চারিদিকে।

এদিকে রবিবার সকাল ১০টা থেকে প্রায় সব প্রথম সারির ইলেকট্রনিক মিডিয়া, জাতীয় দৈনিকের অনলাইন সংস্করণ ও অনলাইন নিউজ পোর্টালে এ আসনে আওয়ামী লীগের প্রার্থী তালিকায় সৈয়দা সায়রা মহসিন এমপির নাম প্রকাশিত হয়। এ নিয়ে সমস্ত জেলা জুড়ে তুলপাড়ও শুরু হয়।

পাবেল আহমেদ নামে একজন ছাত্রলীগ নেতা বলেন, একটি দৈনিক পত্রিকা কিভাবে কোনো সঠিক তথ্য প্রমাণ ছাড়া দ্বায়হীনভাবে এমন মিথ্যা সংবাদ প্রচার করলো? এটা সত্যিই দুঃখজনক পাশাপাশি আপত্তিকরও। কারণ মিথ্যা তথ্য দিয়ে নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি ছড়িয়েছে।

তিনি আরো বলেন, সর্বপ্রথম এই পত্রিকাটির অনলাইন সংস্করণে এ সংবাদটি এসেছে। তবে পরে দেখা যায়, দলের সংসদীয় বোর্ডের সভাপতি স্বাক্ষরিত মনোনয়নপত্র পেয়েছেন এই আসন থেকেই নৌকা প্রতীক প্রার্থী জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমদ। 

সায়রা মহসিন সংসদীয় বোর্ডের কোনো মনোনয়ন পাননি বলে বিডিমর্নিংকে নিশ্চিত করেছেন সৈয়দা সায়রা মোহসিনের মেয়ে সৈয়দা সানজিদা শারমিন। 

এদিকে মৌলভীবাজার-১ আসনে আওয়ামী লীগ দলীয় মনোনয়নপত্র পেয়েছেন, শাহাব উদ্দিন এমপি, মৌলভীবাজার-৪ আসনে সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ আবদুশ শহীদ এমপি। মৌলভীবাজার-২ আসনটি জোটের শরীক দলকে ছেড়ে দেওয়া হয়েছে। এ আসনে মহাজোটের দুই প্রার্থী বিকল্পধারার এমএম শাহীন ছাড়াও জাতীয় পার্টি থেকে নবাব আলী আব্বাস মনোনয়ন লড়াইয়ে রয়েছেন। 

Bootstrap Image Preview