Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কুড়িগ্রামে আনসার ও ভিডিপি’র উপজেলা সমাবেশ অনুষ্ঠিত

গোলাম মোস্তফা রাঙ্গা, কুড়িগ্রাম প্রতিনিধি:
প্রকাশিত: ২৬ নভেম্বর ২০১৮, ০৪:৪৬ PM
আপডেট: ২৬ নভেম্বর ২০১৮, ০৪:৪৬ PM

bdmorning Image Preview


কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলাধীন এম এ মতিন কারিগরী কলেজের হল রুমে উপজেলা আনসার ও ভিডিপি সমাবেশ ২০১৮ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় উক্ত সমাবেশে প্রধান অতিথি ছিলেন, উলিপুরের উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল কাদের।

সমাবেশে সভাপতিত্ব করেন কুড়িগ্রাম আনসার ও ভিডিপি'র সার্কেল অ্যাডজুটান্ট মোঃ তৌহিদ উজ জামান।

বিশেষ অতিথি ছিলেন, এম এ মতিন কারিগরি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যাপক এম এ মতিন, উপজেলা নির্বাচন অফিসার মোঃ এমদাদুল হক, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক উলিপুর শাখার ব্যবস্থাপক মোঃ হাবিবুর রহমান, উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত ) মোঃ আনোয়ারুল ইসলাম।  

সমাবেশে স্বাগত বক্তব্য দেন, উলিপুরের উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ সোলায়মান হোসেন, বার্ষিক প্রতিবেদন পাঠ করে পৌরসভার ৫নং ওয়ার্ড দলনেত্রী মোছাঃ কামরুননাহার। সমাবেশ পরিচালনা করেন, জেলা আনসার ও ভিডিপির হিসারক্ষক গোলাম মোস্তফা রাঙ্গা ও প্যারেড পরিচালনা করেন উলিপুরের উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোঃ শরিফুল ইসলাম।  

সমাবেশে বিভিন্ন ইউনিয়ন হতে ২৫০ জন আনসার ও ভিডিপি সদস্য অংশগ্রহণ করেন। তাদের মধ্য হতে ১ জনকে সেলাই মেশিন, ৩ জনকে বাইসাইকেল, ১০ জনকে ছাতা, ১৮৬ জনকে প্লেট প্রদান করা হয়। 

Bootstrap Image Preview