Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

সেন্সর ছাড়পত্র পেলো ‘জন্মভূমি’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ নভেম্বর ২০১৮, ০৪:২৭ PM
আপডেট: ২৬ নভেম্বর ২০১৮, ০৪:২৭ PM

bdmorning Image Preview


গত ২০ নভেম্বর প্রসূন রহমান পরিচালিত ‘জন্মভূমি (দ্য বার্থ ল্যান্ড)’ চলচ্চিত্রটি সেন্সরবোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে। বেঙ্গল মাল্টিমিডিয়ার (আরটিভি) ব্যানারে নির্মিত এই চলচ্চিত্রটির প্রযোজনা করেছেন আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সৈয়দ আশিক রহমান।

সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রওনক হাসান, সায়রা আক্তার জাহান, সংগীতা চৌধুরী, অঙ্কন চাকমা, জয়নাল জ্যাক, পামেলা কেচার, নাসির উদ্দিনসহ আরও অনেকে।

পরিচালক প্রসূন রহমান সিনেমাটির প্রসঙ্গে বলেন, ‘জন্মভূমি’ এই চলচ্চিত্রটির গল্প মূলত বাংলাদেশের কক্সবাজার জেলার কুতুপালংয়ে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে বিতাড়িত রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে গড়ে তুলা হয়েছে। ২০১৭ সালের আগস্টে মিয়ানমার সরকার রোহিঙ্গাদের ওপর ব্যাপক হত্যাকাণ্ড চালালে জীবন বাঁচানোর জন্য প্রায় ১১ লাখ শরণার্থী নিজেদের জন্মভূমি ছেড়ে বাংলাদেশে এসে প্রবেশ করে।’

তিনি আরও বলেন, ‘তাদের মধ্যে প্রায় ৬৫ হাজার নারী ছিলেন গর্ভবতী এবং তার মধ্যে অনেকেই  মিয়ানমার আর্মি দ্বারা ধর্ষিত হন। এরপর বাংলাদেশ সরকার তাদের আশ্রয়ের জন্য কুতুপালংয়ে শরণার্থী শিবির তৈরি করে দেন। আর এখন তাদের মধ্যে শুধু একটাই স্বপ্ন বিরাজ করছে- নিজেদের জন্মভূমিতে আবার ফিরে যাওয়া।

সিনেমাটির প্রযোজক সৈয়দ আশিক রহমান বলেন, ‘গণমাধ্যম হিসেবে আরটিভি এই দেশহীন মানুষেগুলোর জন্য প্রতিদিন সংবাদ, প্রতিবেদন এবং তথ্যচিত্র প্রচার করছে। আমরা মনে করি, আন্তর্জাতিকভাবে যদি ‘জন্মভূমি’ চলচ্চিত্রটি প্রদর্শিত করা সম্ভব হয় তাহলে সংবেদনশীল বিশ্ব জনমতকে প্রভাবিত করা যাবে।’

Bootstrap Image Preview