Bootstrap Image Preview
ঢাকা, ১৬ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সৈকতে আটকে পড়ে দেড়শ' তিমির মৃত্যু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ নভেম্বর ২০১৮, ০২:২৪ PM
আপডেট: ২৬ নভেম্বর ২০১৮, ০২:২৪ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


নিউজিল্যান্ডে সমুদ্র সৈকতে আটকে পড়ে ১৪৫টি তিমির মৃত্যু হয়েছে। স্থানীয় সময় শনিবার গভীর রাতে এক পর্যটক সৈকতে ওই তিমিগুলোকে আটকে পড়া অবস্থায় দেখতে পান। তিমিগুলোকে সাউথ আইল্যান্ডের স্টুয়ার্ট দ্বীপের সৈকতে প্রথম দেখতে পান এক পর্যটক। খবর বিবিসির।

ওই এলাকায় ক্যাম্প করে হাইকিং করছিলেন ওই পর্যটক। সৈকতের প্রায় দুই কিলোমিটার ব্যবধানে তিমিগুলোর দুটি দল আটকা পড়েছিল।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, আটকে পড়া তিমিগুলো পাইলট জাতের। সেগুলো যখন নজরে আসে তখন প্রায় অর্ধেকই মৃত অবস্থায় ছিল। বাকি অর্ধেকেরও বেঁচে থাকার সম্ভাবনা ছিল খুবই ক্ষীণ।

ওই এলাকাটিও জনমানবশূন্য হওয়ায় সেগুলোকে সাগরে পাঠানো অসম্ভব হয়ে পড়েছিল। তবে, নিউজিল্যান্ডের সৈকতে তিমির আটকে পড়ার ঘটনা বিরল নয়।

প্রতিবছরই তিমি, হাঙ্গর, ডলফিনসহ বিশালাকার সামুদ্রিক প্রানী দেশটির সৈকতগুলোতে আটকে পড়ে। তবে তিমির দল আটকে পড়ার ঘটনা কমই দেখা যায়।

Bootstrap Image Preview