Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

‘পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সমবায় সমিতির সদস্যদের সুযোগ রয়েছ ’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ নভেম্বর ২০১৮, ০৯:৪১ PM
আপডেট: ২৫ নভেম্বর ২০১৮, ০৯:৪১ PM

bdmorning Image Preview
ছবি: বিডিমর্নিং


পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সমবায় সমিতির সদস্যদের যথেষ্ট ভূমিকা পালনের সুযোগ রয়েছে বলে মনে করেন সিলেট পরিবেশ অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক আলতাফ হোসেন।

জাতীয় ৪৭ তম সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আজ রবিবার গোলাপগঞ্জ  উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে আলোচনা সভা ও র‌্যালির আয়োজন করা হয়।

এ সময় তিনি বলেন, বিশেষ করে টিলা কাটা বন্ধে গোলাপগঞ্জের সমবায় সমিতি গুলো কঠোর অবস্থান গ্রহণ করলে এসব অপকর্মের সাহস কেউ করতে পারবে না।

এসময় তিনি আরো বলেন সমবায় সমিতির মাধ্যমে  বিচ্ছিন্ন জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ করে আর্থ সামাজিক উন্নয়ন সম্ভব। সমবায়ের মাধ্যমে আমরা দারিদ্রতা বিমোচনে অনেক পদক্ষেপ গ্রহণ করতে পারি।

গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমানের সভাপতিত্বে, সমবায় কর্মকর্তা মোহাম্মদ জামাল মিয়ার উপস্থাপনায় ও উপজেলা মসজিদের ইমাম মাওলানা আব্দুল মতিনের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফনিন্দ্র চন্দ্র সরকার, গোলাপগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আলহাজ¦ শফিকুর রহমান, গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতি আব্দুল আহাদ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রবিন্দ্র কুমার পাল, বিশিষ্ট সমবায়ী ব্যক্তিত্ব নুরুল ইসলাম।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের প্রতিষ্ঠাতা সভাপতি গোলাম দস্তগীর খান ছামিন, সোনালী শ্রমজীবি সমবায় সমিতির সভাপতি ও  বরায়া উত্তরভাগ সমবায় সমিতির সভাপতি আশফাক আহমদ, কবি ও লেখক ইসমাইল হোসেন সিরাজী প্রমুখ। আলোচনা সভার পূর্বে উপজেলা প্রাঙ্গন থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়।

Bootstrap Image Preview