Bootstrap Image Preview
ঢাকা, ১৬ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জমি নিয়ে বিরোধে বাড়ি-ঘর ভাংচুর ও অর্থ লুট

জাকির হোসেন বাদশা
প্রকাশিত: ২৫ নভেম্বর ২০১৮, ০৯:১৪ PM
আপডেট: ২৫ নভেম্বর ২০১৮, ০৯:২২ PM

bdmorning Image Preview
ছবি: বিডিমর্নিং


মতলব উত্তর উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের রায়পুর ইসলামাবাদ গ্রামে জমি নিয়ে বিরোধের জেড়ে মৃত কাদির প্রধানের ছেলে মোজাম্মেল হক প্রধানের বসতঘরে হামলা করেছে প্রতিপক্ষরা।

শনিবার (২৪ নভেম্বর) সকাল ১১ টার দিকে মৃত আলফু শেখের ছেলে হান্নান শেখ, মিরান শেখ, বোরহান শেখ’সহ কয়েকজন গিয়ে তার ঘরে হামলা চালায়।

এ ঘটনায় মোজাম্মেল হকের ছেলে কাউয়ুম প্রধান বাদী হয়ে উল্লেখিত ব্যক্তিদের আসামি করে থানায় অভিযোগ দায়ের করেন।

অভিযোগ ও বাদী সূত্রে জানা যায়, হামলাকারীদের পিতা আলফু শেখ এর সাথে মোজাম্মেল হক গত প্রায় ২০ বছর আগে ৬ শতাংশ জায়গা এ্যাওয়াজ বদল করেন। অর্থাভাবে ওই জমি রেজিষ্ট্রি করা হয়নি। আলফু শেখ মৃত্যুর আগে তার ছেলেদের বলে গেছেন মোজাম্মেল হকের সাথে যে জমি এ্যাওয়াজ বদল করেছি, তোমরা ওই জমি রেজিষ্ট্রি করে দিয়ে দিবা।

কিন্তু আলফু শেখের মৃত্যুর পর তারা জমি রেজিষ্ট্রি করে দিচ্ছে না বরং জায়গা ছেড়ে দেওয়ার জন্য হুমকি দিচ্ছে। এ নিয়ে বিভিন্ন সময় তাদের সাথে বিরোধ চলে আসছিল। এ বিরোধ কেন্দ্র করে শনিবার সকালে হঠাৎ করে বাদীর বসতঘরে হামলা দেয় তারা।

বাদী কাউয়ুম প্রধান জানান, শনিবার সকালে হঠাৎ করে আলফু শেখ এর ছেলে মিরান এসে বলে আমি ডাকাত, আমি সন্ত্রাসী আমাদের জায়গা ছেড়ে দে, না হয় তোদের মেরে ফেলবো। এই কথা বলে তারা তিন ভাই আমাদের উপর হামলা শুরু করে। ঘরে থাকা সোকেজ, আলমিরা ও আসবাবপত্র ভাংচুর করে।

এসময় গরু বিক্রির নগদ ৫৬ হাজার টাকা নিয়ে যায়। টানাটানির এক পর্যায়ে একটি ৫০০ টাকার একটি নোট ছিঁড়ে ফেলে। আমার মা রানু বেগমের গায়ের পোষাক ছিঁড়ে ফেলে অপমান অপদস্ত করেছে। আমাকেও মারধর করেছে বলে জানান কাউয়ুম।

এদিকে বিবাদী পক্ষের সাথে কথা হলে হান্নান শেখ বলেন, ‘ভাংচুর করছি, আরো করবো। আমাদের জায়গায় থাকে আমরা কি ছেড়ে দিবো’।

তদন্তকারী কর্মকর্তা মতলব উত্তর থানার এএসআই আরিফুল ইসলাম বলেন, থানায় অভিযোগ হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Bootstrap Image Preview