Bootstrap Image Preview
ঢাকা, ১৬ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মাটিরাঙ্গায় জাতীয় সমবায় দিবস পালিত

আবুল হাসেম, মাটিরাঙ্গা প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৫ নভেম্বর ২০১৮, ০২:৩৮ PM
আপডেট: ২৫ নভেম্বর ২০১৮, ০২:৩৮ PM

bdmorning Image Preview


'সমবায় ভিত্তিক সমাজ গড়ি, টেকসই উন্নয়ন নিশ্চিত করি' এ শ্লোগানকে সামনে রেখে নানা আয়োজনে মধ্যদিয়ে মাটিরাঙ্গায় ৪৭তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।

রবিবার (২৫ নভেম্বর) সকাল ১০ টায় এ দিবস পালিত হয়।

দিবসটি উপলক্ষে বিভিন্ন সমবায় সংগঠনের নেতৃবৃন্দের অংশগ্রহণে সকালে এক বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ মাঠে গিয়ে শেষ হয়।

পরে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মাটিরাঙ্গা পৌরসভার মেয়র ও সমবায় ব্যক্তিত্ব মো. শামছুল হক।

তিনি বলেন, দেশ এখন উন্নয়নের সড়কে। উন্নয়নকে এগিয়ে নিতে সমবায়কে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। সমবায়ীদের উন্নয়নে সরকারের নানামুখী পদক্ষেপের কথা উল্লেখ করে আবারো নৌকায় ভোট দিয়ে উন্নয়ন অগ্রযাত্রাকে অব্যাহত রাখার আহবান জানান।

বিশেষ অতিথি হিসেব বক্তব্য রাখেন, মাটিরাঙ্গা উপজেলা সমবায় অফিসার মো. শফিউল আলম'র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিরনজয় ত্রিপুরা এবং মাটিরাঙ্গা কেন্দ্রীয় সমবায় সমিতির ভাইস চেয়ারম্যান ও পৌর কাউন্সিলর মো. আলাউদ্দিন লিটন, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান ভুইয়া, মুক্তিযোদ্ধা সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো. আমিরুল ইসলাম, পার্বত্য মার্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির সভাপতি মো. আলী হোসেন ও সম্প্রীতি সঞ্চয় ঋণদান সমবায় সমিতির সাধারণ সম্পাদক বাবুল বনিক প্রমুখ।

পরে মাটিরাঙ্গা অটোরিক্সা ও সিএনজি চালক সমবায় সমিতি, সম্প্রীতি সঞ্চয় ও ঋনদান সমবায় সমিতি লি. এবং মাটিরাঙ্গা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি. কে সফল সমবায় সমিতির স্বীকৃতি স্বরূপ ক্রেস্ট প্রদান করা হয়।

Bootstrap Image Preview