Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জীবননগরে বিষপানে গৃহবধূর মৃত্যু 

মিঠুন মাহমুদ, জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৫ নভেম্বর ২০১৮, ১০:৪৬ AM
আপডেট: ২৫ নভেম্বর ২০১৮, ১০:৪৬ AM

bdmorning Image Preview


জীবননগরে বিষপান করে গৃহবধূ জেসমিনের মৃত্যু হয়েছে।

শনিবার (২৪ নভেম্বর) রাত সাড়ে ৮টার সময় জীবননগর হাসপাতলে নেওয়ার পর তার মৃত্যু হয়।

জানা গেছে, শনিবার জীবননগর উপজেলার হাসাদহ ইউনিয়নের বালিহুদা গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী জেসমিন খাতুন (১৯) পারিবারিক কলহোর জের ধরে স্বামীর উপর অভিমান করে ঘরে রাখা কীটনাশক পান করে।

এ সময় পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পেরে তাকে দ্রুত চিকিৎসার জন্য জীবননগর হাসপাতালে নেওয়া হলেই তার মৃত্যু হয়।

জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মাহবিন হেদায়েত সেতু জানান, গুরুত্বর অবস্থায় জেসমিনকে হাসপাতালে নেওয়া হয় এবং চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেখ গনি মিয়া জানান, উপজেলার বালিহুদা গ্রামের জেসমিন নামের এক গৃহবধূ  বিষপানে আত্মহত্যা করেছে এ বিষয়টি হাসপাতাল কতৃপক্ষ আমাকে জানায়। সাথে সাথে সেখানে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে।

লাশটিকে ময়নাতদন্তে পাঠানোর জন্য ব্যবস্থা করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোন অভিযোগ জানানো হয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
 

Bootstrap Image Preview