Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নরসিংদীতে তানভির হত্যার ঘটনায় আটক ৫

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০১৮, ০৮:১৮ PM
আপডেট: ২৪ নভেম্বর ২০১৮, ০৮:১৮ PM

bdmorning Image Preview


নরসিংদীতে কলেজ ছাত্র তানভিরকে ছুড়িকাঘাত করে হত্যা করার ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে রেলওয়ে পুলিশ।

শুক্রবার (২৩ নভেম্বর) রাতে শহরের বীরপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।

প্রাথমিক জিঞ্জাসাবাদে ছিনতাইয়ের সময় চিনে ফেলার কারণে হত্যা করেছে বলে তারা স্বীকার করেছে। গ্রেফতারকৃতরা হলেন, সাত্তার মিয়ার ছেলে সাগর (২৫), ডলি মিয়ার ছেলে সাথি (২৪), আলামিন (২৫), সিয়াম (২৪) ও হুদয় (২৪)।গ্রেফতারকৃতরা সকলেই শহরের বীরপুর এলাকার বাসিন্দা।

পুলিশ সূএে জানা যায়, বৃহস্পতিবার (২২ নভেম্বর) সকালে বাড়ি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার সময় বাড়ির অদূরে তানভিরকে হত্যা করা হয়। নিহত কলেজ ছাত্র তানভির আহাম্মেদ বই-পত্র আনার জন্য সকাল ৬টার দিকে ট্রেনযোগে ঢাকায় যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়।

সন্তানের খোজ নেওয়ার জন্য সকাল ১০টায় তার মা তাকে ফোন দেয়। কিন্তু কোন সারা শব্দ পাওয়া যায়নি। পরে স্থানীয়রা বীরপুর স্কুলের পাশে একটি দোকানের পেছনে বুকে ছুরিবিদ্ধ একটি লাশ পড়ে থাকতে দেখে। পরে স্থানীয়রা রেলওয়ে পুলিশ ফাঁড়ি ও নিহতের বাড়িতে খবর দেয়।

পরে রেলওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন।

এ ঘটনায় নিহতের পিতা নাসির উদ্দিন খান অজ্ঞাত আসামি করে ভৈরব রেলওয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন।

পুলিশ প্রথমে শহরের বীরপুর থেকে এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে আলামিন নামে একজনকে গ্রেফতার করে। জিঞ্জাসাবাদে আলামিন হত্যাকাণ্ডের জড়িত থাকার কথা স্বীকার করে। তার দেওয়া তথ্যের ভিওিতে হত্যাকাণ্ডে জড়িত বাকি ৪ জনকে গ্রেফতার করে পুলিশ।

গেফতারকৃতরা পুলিশকে জানায়, তাদের ছিনতাই করার উদ্দেশ্য ছিলো। কিন্তু ছিনতাইয়ের সময় নিহত তানভির তাদের সবাইকে চিনে ফেলে। যার কারণে সাথি তানভিরকে মেরে ফেলার কথা বলে। আর সাগর তানভিরকে ছুরিকাঘাত করে হত্যা করে। গেফতারকৃতরা সকলেই নিহত তানভিরের জানাজা ও লাশ দাফনের কাজে অংশগ্রহণ করে। যাতে তাদেরকে কেউ সন্দেহ না করতে পারে।

ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল মজিদ বলেন, প্রাথমিক জিঞ্জাসাবাদে তারা আমাদের কাছে হত্যার কথা স্বীকার করেছে। মূলত চিনে ফেলার কারণেই তানভিরকে হত্যা করা হয়েছে। আসামিরা সবাই ভৈরব রেলওয়ে থানার পুলিশের হেফাজতে রয়েছে। তাদের আদালতে তুলে ১৬৪ ধারায় জবানবন্দী রেকর্ড করা হবে।

Bootstrap Image Preview