Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

মাটিরাঙ্গায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ

আবুল হাসেম, মাটিরাঙ্গা প্রতিনিধি:
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০১৮, ০৮:১৩ PM
আপডেট: ২৪ নভেম্বর ২০১৮, ০৮:২০ PM

bdmorning Image Preview


পার্বত্য খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিভিন্ন কৃষি প্রণোদনা বিতরণ করা হয়।

আজ শনিবার বেলা সাড়ে ১২টার দিকে মাটিরাঙ্গা উপজেলা কৃষি অফিস সম্মুখে ২০১৮-১৯ খ্রি: অর্থবছরে ভুট্টা, বোরো ধান বিটি বেগুনের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রনোদণা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ।

স্বাধীনতার পরবর্তী কোন সরকার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের ভাগ্যোন্নয়নে এতোটা কাজ করেনি। কৃষকদের নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়নসহ কৃষিতে ভর্তুকি দিয়ে যাচ্ছে বর্তমান সরকার। সার, বীজ, কৃষি উপকরণ বিনামূল্যে সরবাহ করা হচ্ছে। কৃষিতে ফলন বাড়াতে, অনাগ্রহী কৃষকদের আগ্রহী করে তুলতে এবং অসচ্ছল কৃষকদেরকে সরকারের পক্ষ থেকে এ প্রণোদনা দেয়া হয়েছে বলে জানান মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ।

মাটিরাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শাহ আলম মিয়া বলেন, আগ্রহী কৃষকদের মাঝেই এসব প্রণোদনার বীজ-সার বিতরণ করা হয়েছে। এর মাধ্যমে স্থানীয়ভাবে এসব ফসলের আবাদ বৃদ্ধি পাবে। এতে পুষ্টির ঘাটতি পূরণ ছাড়াও কৃষকরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারবেন।

মাটিরাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা মো: শাহ আলম মিয়ার সভাপতিত্বে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো: আমজাদ হোসেন ও কৃষক মো: নুরুজ্জামান প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে প্রনোদনা কর্মসূচির আওতায় ৪৫০ জন ভুট্টা চাষীকে ২ কেজি করে ভুট্টা বীজ, ২০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার, ৬০ কৃষককে ৫ কেজি করে উফসী জাতের ধানের বীজ, ২০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার এবং ৫ জন চাষীকে বিটি বেগুনের বীজ, ২০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয় বলে জানিয়েছেন মাটিরাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা মো: শাহ আলম মিয়া।

Bootstrap Image Preview