Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিতর্কিত গান থেকে ‘হিসু’ বাদ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০১৮, ০৭:০৮ PM
আপডেট: ২৪ নভেম্বর ২০১৮, ০৭:০৮ PM

bdmorning Image Preview


‘লে হাজির বিরিয়ানি, মালে ঢাল পানি, গাঁজা দেরে টানি, চড়বে নেশা জমবে খেল/থাকলে আমদানি/নেই রে পেরেশানি/বাংলা হিসাব জানি/ভালো করে মাখো তেল/বাবা খেয়ে হাবা হয়ে নাচবো নেশার খেয়ালে/মাতাল হয়ে হিসু করবো দেয়ালে/শালা যা হবে দেখা যাবে কাল সকালে’এমনই কথায় সিয়াম-পূজা অভিনীত ‘দহন’ সিনেমার ‘হাজির বিরিয়ানি’ গানটি প্রকাশের পরই বিতর্কের ঝড় উঠে। বিশেষ করে ‘হিসু’ শব্দটি সকলের আপত্তির কারণ হয়ে দাঁড়ায়।

গানের কথাগুলো মাতলামিতে উস্কানিমূলক বলে মন্তব্য করেছেন অনেকেই। গানটির নিষিদ্ধ করার জন্য দাবি তুলেছেন দেশ নন্দিত অনেক শিল্পীরা। এজন্য সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়াকে গানের বিরুদ্ধে নোটিশ পাঠিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড।

সেই পেক্ষিতেই গানটির কথায় পরিবর্তন আসছে। এরই মধ্যে জাজের ইউটিউব চ্যানেল থেকে সরিয়ে নেওয়া হয়েছে ‘হাজির বিরিয়ানি’ গানটি। ‘মাতাল হয়ে হিসু করবো দেয়ালে’ এর পরিবর্তে এখন গাওয়া হবে ‘মাতাল হয়ে ঢলে পড়বো দেয়ালে’। প্রিয় চট্টোপাধ্যায় এর কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন কলকাতার আকাশ সেন।

উল্লেখ্য, আগামী ৩০ নভেম্বর সারাদেশে মুক্তি পাবে সিয়াম-পূজা জুটির দ্বিতীয় ছবি ‘দহন’। গত বৃহস্পতিবার এফডিসিতে জমকালো আয়োজনে প্রকাশ হয়েছে দহন ছবির ট্রেলার। তিন মিনিটের ট্রেলারটি প্রসংশিত হয়েছে। সিয়াম-পূজা ছাড়াও এতে আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, জাকিয়া বারি মম, রাজ রিপা, শিমুল খান, হারুন রশিদ প্রমুখ।

Bootstrap Image Preview