Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

ছাতকে দু’ পক্ষের সংঘর্ষে মহিলাসহ আহত অর্ধশতাধিক, গুলিবিদ্ধ ১০

হাসান আহমদ, ছাতক প্রতিনিধি:
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০১৮, ০৬:৫৬ PM
আপডেট: ২৪ নভেম্বর ২০১৮, ০৬:৫৬ PM

bdmorning Image Preview


সুনামগঞ্জের ছাতকে ফুটবল খেলা নিয়ে দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে গুলিবিদ্ধসহ অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন।

আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার দোলারবাজার ইউনিয়নের বারগোপী গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয সূত্রে জানা যায়, বারগোপী গ্রামের একটি মাঠে ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে দুটি পাড়ার লোকজনের মধ্যে বিরোধ চলছিল। গত শুক্রবার রাতে একপক্ষ মাঠের বাঁশের তৈরি গোলবার খুলে নেয়ার পর উত্তেজনার সৃষ্টি হয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিলে এলাকার স্থানীয় মুরব্বীরা বিরোধ নিষ্পতির জন্য কয়েক দফা বৈঠক করে ব্যর্থ হন। 

শনিবার সকালে গ্রামের উত্তরের মাঠে বারগোপি গ্রামের পশ্চিম পাড়ার ইলিয়াছ আলী, লুৎফুর রহমান পক্ষের লোকজনের সাথে একই এলাকার পূর্বপাড়ার জমির আলী, লিটন মিয়া পক্ষের মাঠে খেলা নিয়ে বাকবিতণ্ডার ঘটনা ঘটে। এক পর্যায়ে লাটি-সোটা নিয়ে দুই পক্ষই সংঘর্ষে জড়িয়ে পড়লে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া গোলাগুলি।

সংঘর্ষে  রুবেল আহমদ, নুরুল আমিন, ছমির উদ্দিন, নোবেল আহমদ, রুমেল আহমদ, সাইদুর রহমান, আবাছ আলী, সাকির আলী, এমদাদুর রহমান, সাজ্জাদ নুর, লুৎফুর রহমান, রুসনা বেগম, ছমিরুন নেছাসহ গুরুতর আহত ২২ জনকে সিলেট ও অন্যান্যদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

ছাতক থানার ওসি আতিকুর রহমান বলেন, এলাকার পরিস্থিতি এখন শান্ত রয়েছে। বারগোপী গ্রামের আশপাশ এলাকায় অতিরিক্ত পুলিশের টহল জোরদার করা হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Bootstrap Image Preview