Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

বোনারপাড়ায় 'সুজন' এর আয়োজনে নাগরিক সংলাপ অনুষ্ঠিত

মোস্তাফিজুর রহমান (ফিলিপস্), সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০১৮, ০৫:৩৭ PM
আপডেট: ২৪ নভেম্বর ২০১৮, ০৫:৩৮ PM

bdmorning Image Preview


আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ,শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নিবার্চনের আহ্বানে বোনারপাড়া ইউনিয়ন পরিষদ চত্বরে সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর আয়োজনে নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ নভেম্বর) এ সংলাপ অনুষ্ঠিত হয়।

আগামী একাদশ জাতীয় নির্বাচনে গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) নির্বাচনী এলাকায় একটি অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ  তথা সুষ্ঠু ও গ্রহণযোগ্য নিবাচন কারার লক্ষে নিবার্চন কমিশন, সরকার, রিটানিং আফিসার ও সহকারী রিটানিং অফিসার, নিবার্চনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ নিবার্চনের সাথে সংশ্লিষ্ট সকলের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন ও সকলের সম্মিলিত প্রচেষ্টায়সহ সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আহবান জানান বক্তরা।

এসময় বক্তব্য রাখেন, বিভাগীয় সমন্বয়ক রাজেশ দে, বিআরডিরির চেয়াম্যান সামছুল হক, সাঘাটা উপজেলা সুজনের সভাপতি অধ্যক্ষ নবাব আলী সাজু, সাঘাটা উপজেলা সুজনের সাধারন সম্পাদক প্রভাষক শাহ আলশ প্রধান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ফজিলাতুন নাহার পারুল, ফুলছড়ি সরকারি কলেজের প্রভাষক আবুল হাসনাত সমি বারী, ভরতখালী ইউনিয়ন সুজনের সভাপতি এটিম রেজাউল করিম প্রমুখ।

 


 

Bootstrap Image Preview