Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বেনাপোলে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০১৮, ১০:০৪ PM
আপডেট: ২৩ নভেম্বর ২০১৮, ১০:০৪ PM

bdmorning Image Preview


বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর সীমান্তে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

শুক্রবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে সীমান্তের ২১ নম্বর মেইন পিলারের পাশ থেকে তাদের আটক করা হয়। রঘুনাথপুর বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার শ্রী হারাধন বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক মাদক ব্যবসায়ীরা হলেন, মানকিয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে রুবেল হোসেন (২৫) এবং ঘিবা গ্রামের মনির হোসেনের ছেলে আলী আহম্মেদ (৪০)।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বিপুল পরিমাণ মাদকের একটি চালান ভারত থেকে পাচার করে বেনাপোলের রঘুনাথপুর মাঠের মধ্য দিয়ে যশোরের দিকে নেওয়া হচ্ছে। এ সংবাদের ভিত্তিতে বিজিবির টহল দলের সদস্য হাবিলদার আব্দুল মতিন, নায়েক মঈনুল, ল্যান্স নায়েক রতন চন্দ্র সেখানে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ রুবেল ও আলী আহমেদ নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করে।

রঘুনাথপুর বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার শ্রী হারাধন জানান, উদ্ধার করা গাঁজাসহ আসামিদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

Bootstrap Image Preview