Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মতলব উত্তরে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জাকির হোসেন বাদশা, মতলব (চাঁদপুর) প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০১৮, ০৭:১৩ PM
আপডেট: ২৩ নভেম্বর ২০১৮, ০৭:১৩ PM

bdmorning Image Preview


মতলব উত্তরের সাদুল্লাপুর ইউনিয়ন আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (২২ নভেম্বর) বিকেলে পাঠান বাজার আবেদীয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত আলোচনা সভা ও দোয়ার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মতলব উত্তর উপজেলা মহিলা আওয়ামী লীগের উপদেষ্টা সুবর্ণা চৌধুরী বীনা। অনুষ্ঠানে অত্র ইউনিয়নের শত শত নারী অংশগ্রহণ করেন।

এসময় বীনা চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর নারী ক্ষমতায়নকে গুরুত্ব দিয়েছেন। তিনি নারীদের মাতৃত্বকালীন ভাতাসহ বিভিন্ন সুবিধা দিয়েছেন। শেখ হাসিনা ক্ষমতায় আসার পর ১ কোটি নারীর কর্মসংস্থান সৃষ্টি করেছেন। শুধু তাই নয়, প্রধানমন্ত্রী দেশের মানুষের ভাগ্য উন্নয়নের লক্ষে কাজ করে যাচ্ছেন। আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করি।

তিনি আরও বলেন, দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে ৩০ ডিসেম্বরের নির্বাচনে সবাই নৌকায় ভোট দিবেন। চাঁদপুর-২ আসনে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া (বীর বিক্রম) এমপি অনেক উন্নয়ন করেছেন। মতলবকে শহরে রূপান্তরিত করতে মায়া চৌধুরীকে আমকরো বিপুল ভোটে নির্বাচিত করতে হবে। 

ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি আমেনা বেগমের সভাপতিত্বে ও উপজেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক ওছমান সরকারের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি পারভীন শরীফ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরিফুল ইসলাম সরকার ইমন, সাদুল্লাপুর ইউপি চেয়ারম্যান লোকমান আহমেদ মুন্সি, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহজাহান সরকার, সাধারণ সম্পাদক ইউসুফ মিয়া, মহিলা ইউপি সদস্য আমেনা বেগম প্রমুখ। উপস্থিত ছিলেন, ইউনিয়ন যুবলীগের সভাপতি আক্তার হোসেন ঢালী, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম খোকা, ইউপি সদস্য বাবুল মিয়াসহ ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


 

Bootstrap Image Preview