Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

১১০ বোতল ফেনসিডিলসহ ইউপি চেয়ারম্যান গ্রেফতার

শামসুজ্জোহা পলাশ, চুয়াডাঙ্গা প্রতিনিধি 
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০১৮, ১২:১১ PM
আপডেট: ২৩ নভেম্বর ২০১৮, ১২:১১ PM

bdmorning Image Preview


১১০ বোতল ফেনসিডিল ও ফেনসিডিল তৈরীর বিভিন্ন উপকরণসহ জীবননগর উপজেলা যুবদল নেতা ও সীমান্ত ইউপি চেয়ারম্যান ময়েন উদ্দিন ময়েনকে (৩৯) গ্রেফতার করেছে র‍্যাব। জানা যায়, তিনি আসন্ন নির্বাচনে চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী।  

বৃহস্পতিবার (২২ নভেম্বর) দিবাগত রাতে ঝিনাইদহ কালীগঞ্জ শহরতলী থেকে তাকে গ্রেফতার করা হয়। ময়েন চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গয়েশপুর গ্রামের ইন্তাজ আলীর ছেলে। 

গ্রেফতারের বিষয়ে ঝিনাইদহ র‌্যাব-৬ ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আক্তার বলেন, বুধবার রাতে কালীগঞ্জ শহর এলাকায় অভিযান পরিচালনাকালে জানতে পারি কালীগঞ্জ ট্রাক স্ট্যান্ড সংলগ্ন জনৈক ইলিয়াস হোসেনের বাড়ীর তৃতীয় তলার একটি ফ্লাটে নকল ফেনসিডিল তৈরীর কার্যক্রম চলছে। এ সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর রাতে ওই বাড়ীতে অভিযান পরিচালনা করি। 

অভিযান পরিচালনা কালে সীমান্ত ইউনিয়ন চেয়ারম্যান ময়েন উদ্দিন ময়েনকে গ্রেফতার করি। এ সময় ওই ফ্লাট থেকে ১১০বোতল ফেনসিডিল, ১১৭টি ফেনসিডিলের খালি বোতল, ১১কেজি ৯০০ গ্রাম তরল ফেনসিডিল, ফেনসিডিল তৈরীর চার কেজি তরল পদার্থ, ফেনসিডিল বোতলের ২৩৫ টি কর্ক ও ২৫০ গ্রাম সাদা রঙের ফিটকিরি উদ্ধার করা হয়।

তিনি আরো বলেন, ময়েন উদ্দিন ময়েন দীর্ঘদিন ধরে ওই ফ্লাট ভাড়া নিয়ে বসবাস করার সুযোগে গোপনে নকল ফেনসিডিল তৈরীর কারখানা গড়ে তুলে মাদক ব্যবসা চালিয়ে আসছিল।

গ্রেফতারকৃত ময়েনের বিরুদ্ধে চুয়াডাঙ্গার জীবননগর, ঝিনাইদহের মহেশপুর উপজেলায় হাফ ডজনের বেশী মাদকের মামলা রয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় কালীগঞ্জ থানায় মামলা হয়েছে।  

Bootstrap Image Preview