Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নীলফামারীতে ৩টি চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার ২

মহিনুল ইসলাম সুজন, নীলফামারী প্রতিনিধিঃ
প্রকাশিত: ২২ নভেম্বর ২০১৮, ০৯:৩৮ PM
আপডেট: ২২ নভেম্বর ২০১৮, ০৯:৩৮ PM

bdmorning Image Preview


আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের মূল হোতাসহ (দলনেতা) দুইজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে নীলফামারী থানা পুলিশ।

বৃহস্পতিবার (২২ নভেম্বর) গ্রেফতারকৃত দুইজনকে চিফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করার পর আদালতের বিচারক তাদের জেলা কারাগারে প্রেরণ করা হয়।

এর আগে বুধবার (২১ নভেম্বর) রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছে চুরি হওয়া নীলফামারী, ডিমলা ও চিরিরবন্দরের চোরাইকৃত তিনটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত দুইজন হলো- দিনাজপুর জেলার খানাসামা উপজেলার পাকেরহাট ভান্ডারদহ গ্রামের মৃত তছির উদ্দিনের ছেলে, চোর চক্রের দলনেতা রবিউল ইসলাম বাটুল (৩৫) এবং নীলফামারী সদর উপজেলার সোনারায় ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামের জিয়াউর রহমানের ছেলে রানা ইসলাম (২৫)।

নীলফামারী সদর থানার ওসি মমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, জেলা প্রশাসনের কার্যালয় চত্বর হতে জেলা প্রশাসক কার্যালয়ের একজন কর্মচারীর চুরি যাওয়া মোটরসাইকেলের মামলার সুত্র ধরে পুলিশ অভিযানে নামে। অভিযানে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের দুইজনকে গ্রেফতার করা হয় ও তাদের কাছ থেক তিনটি চুরি করা মোটরসাইকেল উদ্ধার করা হয়।

নীলফামারী পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন বলেন, নীলফামারী থানা পুলিশ এ রকম বিশেষ একটি কাজ করতে পেরে আনন্দিত। গ্রেফতার বাটুল শুধু রংপুর অঞ্চল নয় রাজশাহী বিভাগেও মোটরসাইকেল চুরির সাথে জড়িত। 

Bootstrap Image Preview