Bootstrap Image Preview
ঢাকা, ১৭ বুধবার, এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

টেস্টে ফেল করেও ২২ শিক্ষার্থীর এসএসসির ফরম পূরণ!

মোঃ রমজান আলী, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:
প্রকাশিত: ২২ নভেম্বর ২০১৮, ০৬:৫৪ PM
আপডেট: ২২ নভেম্বর ২০১৮, ০৬:৫৮ PM

bdmorning Image Preview


ময়মনসিংহের নান্দাইল উপজেলার মুশুলী স্কুল এন্ড কলেজের এস.এস.সি টেস্ট পরীক্ষায় ফেল করা ২২জন ছাত্র/ছাত্রীর বিলম্ব ফিসহ ফরম পূরণের সুযোগ করে দিয়েছে কলেজ কর্তৃপক্ষ।

জানা যায়, ১৪৪ জন ছাত্র/ছাত্রী সকল বিষয়ে পাস করায় প্রথম দফা তাদের ফরম পূরণ করা হয়। গত ১৮ই নভেম্বর অকৃতকার্য ২২জন ছাত্র/ছাত্রী তাদের ফরম পূরণের দাবিতে কলেজের অফিস ও শ্রেণিকক্ষ ভাংচুর করে। কলেজের অধ্যক্ষসহ শিক্ষকরা অকৃতকার্য ছাত্র/ছাত্রীদের ফরম পূরণে অস্বীকার করলে গর্ভনিং বডির কতিপয় সদস্য চাপ প্রয়োগ করে ২২ জন ছাত্র/ছাত্রীর ফরম পূরণে বাধ্য করেন।

এ বিষয়ে কলেজের অধ্যক্ষ মোঃ মঈনুল হোসেন আরজুর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, গর্ভনিং বডি দায়-দায়িত্ব গ্রহণ করায় ছাত্র/ছাত্রীদের ফরম পূরণের সুযোগ দিতে হয়েছে। এতে সরকারি নির্দেশনা অমান্য হয়ে থাকলেও স্থানীয় প্রয়োজনে তা করা হয়েছে।

অপরদিকে গর্ভনিং বডির সদস্য মোঃ মোবারক হোসেন ও মোঃ কামাল উদ্দিন জানান, পরীক্ষায় ফেল করা ছাত্র/ছাত্রীদের ফরম পূরণ করার কোন সুযোগ নাই। অধ্যক্ষ কেন এ কাজ করলেন তা আমরা খতিয়ে দেখব।

এলাকার অভিভাবকরা জানান, ২২ জন ছাত্র/ছাত্রীর নিকট থেকে স্কুল কর্তৃপক্ষ মোটা অংকের টাকার বিনিময়ে ফেল করা ছাত্র/ছাত্রীদের ফরম পূরণ করার সুযোগ দিয়েছেন। বিষয়টি তারা শিক্ষা মন্ত্রণালয়সহ দুর্নীতি দমন কমিশনের দৃষ্টি আকর্ষন করেছেন।  

 

Bootstrap Image Preview