Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

যে কারণে আ’ লীগের কাছে বেশি আসন চাইল বি. চৌধুরী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ নভেম্বর ২০১৮, ১১:০২ PM
আপডেট: ২১ নভেম্বর ২০১৮, ১১:০২ PM

bdmorning Image Preview


বিকল্পধারা বাংলাদেশের সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, সরকার গঠনকারী দলের সংসদে একচেটিয়া আসনের কারণে রাজনীতিতে ভারসাম্য নষ্ট হচ্ছে। তাই ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা করতে জোটের বড় দলের কাছে অন্য দলগুলোর জন্য বেশি আসন দাবি করেন তিনি।

আজ বুধবার রাজধানীর বাড্ডায় বিকল্পধারার নির্বাচনী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই মত জানান বি. চৌধুরী।

গতকাল মঙ্গলবার আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। তারপর আজ বি. চৌধুরী এ সংবাদ সম্মেলন করলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে বি. চৌধুরী বলেন, ‘ভারসাম্যের রাজনীতি প্রতিষ্ঠায় আমাদের যদি আপস করতে হয়, সে পরিস্থিতি আনা উচিত হয়... তাহলে বলব, যে দলটি সরকার গঠন করবে সে দলের শরিকদের অধিক সংখ্যক আসন দিয়ে ব্যালেন্স করতে হবে। কোনো দল যেন একক সিদ্ধান্তে স্বেচ্ছাচারিতা করতে না পারে, বিকল্পধারা সে ধারার রাজনীতি প্রতিষ্ঠা করবে।’

২০০১ সাল থেকে পরবর্তী প্রতিটি সংসদ নির্বাচনে বিজয়ী দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে এবং তা রাজনীতিতে ভারসাম্য নষ্ট করছে বলে মনে করেন বি. চৌধুরী।

অন্যদিকে, বিকল্প ধারার নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, তারা ২৫ জন প্রার্থীর একটি তালিকা তৈরি করে আওয়ামী লীগের সঙ্গে বসবেন।

Bootstrap Image Preview