Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মৌলভীবাজারে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উদযাপন

হৃদয় দেবনাথ, মৌলভীবাজার প্রতিনিধি:
প্রকাশিত: ২১ নভেম্বর ২০১৮, ০৬:৫৩ PM
আপডেট: ২১ নভেম্বর ২০১৮, ০৬:৫৩ PM

bdmorning Image Preview


ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে আহলে সুন্নত ওয়াল জামায়ত এর উদ্যাগে কমলগঞ্জে পালিত হয়েছে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (স.)। দিনটি উপলক্ষে শহরের প্রধান প্রধান সড়কে শোভাযাত্রা শেষে বিভিন্ন কমর্সূচি পালন করা হয়।

আজ বুধবার সকালে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমসেরনগরে বণিক সমিতির সভাপতি আব্দুল মালেক বাবুলের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলার সম্মানিত মেয়র জনাব জুয়েল আহমেদ।

তাছাড়া যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে হলে আহলে সুন্নত ওয়াল জামাত এর উদ্যাগে এই দিনটি উদযাপনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে- মহানবী (স.) এর পূর্ণাঙ্গ জীবন নিয়ে আলোচনা, সমাবেশ, মিলাদ মাহফিল, মোনাজাত এবং ধর্মীয় শোভাযাত্রা।

মহানবী হজরত মুহম্মদ (স.) ৫৭০ খ্রিষ্টাব্দের হিজরি রবিউল আউয়াল মাসের ১২ তারিখে মক্কার কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। আরবের মরু প্রান্তরে শান্তির ধর্ম ইসলামের প্রচার শুরু করেন তিনি। তার আবির্ভাব এবং ইসলাম ধর্মের প্রচার সারাবিশ্বে আলোড়ন সৃষ্টি করেছিল।

প্রায় ১ হাজার ৪০০ বছর আগে এই দিনে আরবের মরু প্রান্তরে মা আমেনার কোলে জন্ম নিয়েছিলেন বিশ্বনবী হজরত মুহাম্মদ (স.)। আবার এই দিনেই তিনি পৃথিবী ছেড়ে চলে যান। মহামানব হজরত মুহাম্মদ (সা.) এসেছিলেন তৌহিদের মহান বাণী নিয়ে। প্রচার করেছেন শান্তির ধর্ম ইসলাম।

ইসলাম ধর্ম মতে, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হজরত মুহাম্মদ (সা.) শেষ নবী। তাই তাঁর জন্ম ও ওফাত দিবস ১২ রবিউল আউয়াল মুসলমানদের কাছে পবিত্র দিন। মুসলমানরা প্রতিবছরই দিনটি পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) হিসেবে পালন করেন।

Bootstrap Image Preview