Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মমতার ক্ষোভে মন্ত্রীর পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১ নভেম্বর ২০১৮, ০৬:৪৮ PM
আপডেট: ২১ নভেম্বর ২০১৮, ০৬:৪৮ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষোভের কারণে মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করলেন আবাসন ও দমকলমন্ত্রী শোভন চট্টোপাধ্যায়।

গতকাল মঙ্গলবার বিকেলে মুখ্যমন্ত্রীর প্রিন্সিপাল সেক্রেটারির কাছে এই পদত্যাগপত্র জমা দেন তিনি।

ভারতীয় গণমাধ্যমের একটি প্রতিবেদনে জানানো হয়, তার পদত্যাগ পত্র রাজভবনে রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠির কাছে পাঠানো হয়েছে। এ ছাড়া আজ বুধবার মেয়র পদ থেকেও পদত্যাগ করতে পারেন শোভন চট্টোপাধ্যায়।

গণমাধ্যমের ওই প্রতিবেদনে আরও বলা হয়, গতকাল সকাল ১০টা ৪০ মিনিটে নিজের ঘরে ঢোকেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী নিজের ঘরে ঢোকার ৫ মিনিটের মধ্যেই তার ঘরে ঢোকেন শোভন চট্টোপাধ্যায়। মিনিট দশেক দু’জনের মধ্যে কথা হয়। তখনই শোভন চট্টোপাধ্যায়ের কাজকর্ম নিয়ে ক্ষোভপ্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

তখন মুখ্যমন্ত্রী শোভনকে জানান, ব্যক্তিগত জীবনে টানাপোড়েনের জেরে রাজনৈতিক ও প্রশাসনিক দায়িত্ব কোনোটাই তিনি ঠিকমতো পালন করতে পারছেন না।

এরপর দমকল দপ্তরের অনুষ্ঠানে আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একমঞ্চে দেখা যায় শোভন চট্টোপাধ্যায়ের। সেখানেও দেখা যায়, শোভন চট্টোপাধ্যায়কে রাগান্বিত স্বরে কিছু বলছেন মুখ্যমন্ত্রী।

তারপরই বিকেল সাড়ে ৩টার সময় সোজা মুখ্যমন্ত্রীর প্রিন্সিপাল সেক্রেটারি গৌতম সান্নালের কাছে যান দমকলমন্ত্রী। এ সময় প্রিন্সিপাল সেক্রেটারির হাতেই পদত্যাগপত্র তুলে দেন আবাসন ও দমকলমন্ত্রী শোভন চট্টোপাধ্যায়। যদিও শোভন চট্টোপাধ্যায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পদত্যাগ করার কথা অস্বীকার করেন।

দলীয় সূত্রে জানা যায়, শোভন চট্টোপাধ্যায়ের কাজকর্ম নিয়ে ইদানিং খুবই ক্ষুব্ধ ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ব্যক্তি জীবনের জন্য শোভন চট্টোপাধ্যায় কাজে অমনোযোগী হচ্ছেন বলে বার বারই দলের ভিতরে ক্ষোভ প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রসঙ্গত, স্ত্রী রত্না চট্টোপাধ্যায়ের সঙ্গে ডিভোর্স মামলাকে কেন্দ্র করে বিতর্কের সূত্রপাত। প্রকাশ্যে চলে আসে মেয়র-মেয়রপত্নীর পারিবারিক বিবাদ। ব্যক্তিগত জীবনে টানাপোড়েনকে কেন্দ্র করে দলের সঙ্গেও দূরত্ব বাড়ে মেয়রের। এরই পরিপ্রেক্ষিতে দলীয় বৈঠকে প্রকাশ্যেই শোভন চট্টোপাধ্যায়কে সতর্ক করতে শোনা গিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।

অক্টোবরের শুরুর দিকে তৃণমূলের কোর কমিটির বৈঠকে দক্ষিণ ২৪ পরগনা জেলা সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয় শোভন চট্টোপাধ্যায়কে। জেলা সভাপতির পদ থেকে শোভন চট্টোপাধ্যায়কে সরিয়ে জেলা পর্যবেক্ষক করা হয়। খর্ব করা হয় তার ক্ষমতা। এবার মন্ত্রিত্বও ছাড়লেন শোভন চট্টোপাধ্যায়।

Bootstrap Image Preview