Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ঝাণ্ডা হাতে রাজপথে ২০ হাজার কৃষক

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১ নভেম্বর ২০১৮, ০৬:৩৪ PM
আপডেট: ২১ নভেম্বর ২০১৮, ০৬:৩৪ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


অন্তত ২০ হাজার কৃষককে নিয়ে এবার রাজপথে নামার ঘোষণা দিয়েছে ভারতের ‘লোক সংঘর্ষ মোর্চা’ নামের একটি সংগঠনের নেতাকর্মীরা। ভারতের বাণিজ্যনগরী মুম্বাইয়ে বিক্ষোভের ঘোষণা দিয়েছেন মহারাষ্ট্রের এই কৃষকরা। ঋণ মওকুফসহ একাধিক দাবিতে তারা এ ‍বিক্ষোভের ঘোসণা দেন।

আজ বুধবার সকাল ১০টা থেকে বুকে ব্যাজ ও হাতে ঝাণ্ডা নিয়ে মিছিল শুরু করেছেন কৃষকরা। থানে থেকে মুম্বাই পর্যন্ত মোট ২১ কিলোমিটার হেঁটে আগামীকাল বৃহস্পতিবার আজাদ ময়দানে জনসভা করবেন অন্তত ২০ হাজার কৃষক৷

সংবাদ সংস্থার বরাত দিয়ে সংবাদ প্রতিদিনের এক খবরে উল্লেখ করা হয়, ঋণ মওকুফের দাবি জানিয়ে দুই দিনের ঠাসা কর্মসূচি রয়েছে কৃষকদের৷ আজ সকাল ১০টায় থানে থেকে শুরু হওয়া পদযাত্রা বিকেল ৫টায় পৌঁছানোর কথা রয়েছে মুম্বাইয়ের সোমাইয়া গ্রাউন্ডে৷ খোলা আকাশের নিচে রাত কাটিয়ে আগামীকাল আজাদ ময়দানের দিকে শুরু হবে পদযাত্রা৷ সেখানেই ঋণ মওকুফসহ একাধিক দাবি জানিয়ে বিক্ষোভ ও জনসভার ডাক দেওয়া হয়েছে ‘লোক সংঘর্ষ মোর্চা’ এর পক্ষ থেকে।

কর্মসূচি সম্পর্কে ‘লোক সংঘর্ষ মোর্চা’র সদস্য প্রতিভা শিন্ডে বলেন, ‘মহারাষ্ট্রজুড়ে কৃষকরা অনাহারে মরছে৷ ফসলের দাম না পেয়ে আত্মহত্যা করছে৷ কিন্তু তাতেও সরকারের কানে জল ঢুকছে না৷ তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি, সরকার যখন আমাদের কাছে আসছে না তখন আমরাই ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলে সরকারের দিকে ধেয়ে যাব।’

প্রতিভা শিন্ডে হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকার যদি আন্দোলনকারী ২০ হাজার কৃষকের ঋণ মওকুফ না করে, তাহলে এর পর ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে হবে সরকারকে৷

গত মার্চে নাসিক শহর থেকে হেটে প্রায় ১৮০ কিলোমিটার দূরত্ব পেরিয়ে দেশের মুম্বাই অভিযানে নামেন ৫০ হাজার কৃষক৷ কৃষকদের লং মার্চের বার্তা সংবাদমাধ্যমের হাত ধরে ছড়িয়ে পড়ে গোটা বিশ্বে৷ শুরু হয় তুমুল সমালোচনা। পরে বাধ্য হয়ে কৃষকদের দাবি মেনে নিতে বাধ্য হন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ৷ অভিযোগ, নাসিকের কৃষকদের জন্য সরকারি সুবিধা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হলেও বঞ্চিতই থেকে যান থানের কৃষকরা৷

Bootstrap Image Preview