Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

গাজীপুরে কারখানায় ভয়াবহ ডাকাতি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ নভেম্বর ২০১৮, ০৬:২৯ PM
আপডেট: ২১ নভেম্বর ২০১৮, ০৬:২৯ PM

bdmorning Image Preview


শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুরের শ্রীপুরে ইলেট্রো পাওয়ার কোম্পানী লিমিটেড (বৈদ্যুতিক ট্রান্সফারমার তৈরীর) কারখানায় দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতেরা কারখানার দুই নিরাপত্তা প্রহরীকে বেঁধে এ ঘটনা ঘটায়।

মঙ্গলবার (২০ নভেম্বর) দিবাগত রাত ২টায় উপজেলার তেলিহাটি ইউনিয়নের ডোমবাড়ীচালা এলাকার ইলেট্রো পাওয়ার কাখানায় ডাকাতির ঘটনা ঘটে।

এ সময় ডাকাতেরা ওয়্যার ক্যাবল, সিসি টিভির এনভিআর (নেটওয়ার্ক ভিডিও রেকর্ডার), কপার ও কপার ওয়েস্টেজসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদুল ইসলাম ডাকাতির হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।

ইলেট্রো পাওয়ার কোম্পানী লিমিডের ব্যবস্থাপক (প্রশাসন) বিজয় বড়ুয়া জানান, ঘটনার রাত আনুমানিক দুইটায় ১০/১২ জনের একদল ডাকাত কারখানার উত্তর পাশের সীমানা প্রাচীর ঘেঁষে থাকা খেজুর গাছ দিয়ে ভেতরে প্রবেশ করে। ডাকাতেরা অস্ত্রের মুখে কারখানার নিরাপত্তা প্রহরী কোরবান আলী, শফিকুল ইসলাম ও সিকিউরিটি সুপারভাইজার সাইফুল ইসলামকে ঘুম থেকে ডেকে তুলে রশি দিয়ে বেঁধে কম্বল দিয়ে ঢেঁকে রাখে।

পরে পরে কারখানার মূল ফটক খুলে ভেতরে ট্রাক ঢুকিয়ে ওয়্যার ক্যাবল, সিসি টিভির এনভিআর (নেটওয়ার্ক ভিডিও রেকর্ডার), কপার ও কপার ওয়েস্টেজসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদুল ইসলাম জানান, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ডাকাতির ঘটনায় কারখানা কর্তৃপক্ষের কাছ থেকে কোনো অভিযোগ পায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Bootstrap Image Preview