Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কালিয়াকৈরে ব্যবসায়ী খুন, কর্মচারী পলাতক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ নভেম্বর ২০১৮, ০৬:১০ PM
আপডেট: ২১ নভেম্বর ২০১৮, ০৬:১০ PM

bdmorning Image Preview


কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপের মালিক মোঃ ছাদেক খুন হয়েছেন।

মঙ্গলবার (২১ নভেম্বর) রাতে ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপের ভিতরেই এঘটনা ঘটে। বুধবার সকালে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহম্মেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

ঘটনার পর থেকে নাজমুল হোসেন নামে তার ওয়ার্কসপের এক কর্মচারী পলাতক রয়েছে। নিহত ছাদেক  নাটোরের লালপুর থানার গধুয়া এলাকার কদ্দুস শেখের ছেলে।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, মোঃ ছাদেক কয়েক বছর পূর্বে উপজেলার সফিপুর এলাকার হোসেনের বাড়ি ভাড়া নিয়ে পরিবারসহ বসবাস শুরু  করে। পরে সফিপুর বাজার এলাকায় রশিদ নুরজাহান প্লাজা ভাড়া নিয়ে ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপের  ব্যবসা শুরু করে।

তিনি প্রতিদিনের মত মঙ্গলবার সকালে ওয়ার্কসপে যান। ওইদিন রাত আনুমানিক ১০টার দিকে তার ওয়ার্কসপের ভিতরেই তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন বাজারের পাহাড়াদার ও এলাকাবাসী। খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে মূমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় সফিপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে পরীক্ষানিরীক্ষার পর  কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ বুধবার সকালে ওই হাসপাতাল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহম্দে মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। নিহতের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনার পর থেকে নিহতের কর্মচারী নাজমুল হোসেন পলাতক রয়েছে। কালিয়াকৈর থানার ওসি আলমগীর হোসেন মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।

Bootstrap Image Preview