Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

হাতীবান্ধায় গাছবন্ধু রাজ্জাকের তালবীজ রোপন

আসাদুজ্জামান সাজু, লালমনিরহাট প্রতিনিধি:
প্রকাশিত: ২১ নভেম্বর ২০১৮, ০৫:৪০ PM
আপডেট: ২১ নভেম্বর ২০১৮, ০৫:৪০ PM

bdmorning Image Preview


সবুজ পৃথিবী গড়ার লক্ষে প্রায় ১ যুগ ধরে লালমনিরহাট জেলার বিভিন্ন স্কুল কলেজ মাঠে ঔষধি ও ফলজ গাছ রোপন করে আসছে হাতীবান্ধা উপজেলার সিন্দুর্না গ্রামের আব্দুর রাজ্জাক। এখন জলবায়ু, পরিবেশ ও বজ্রপাত রোধে তালগাছ রোপন করছে আব্দুর রাজ্জাক।

গতকাল মঙ্গলবার সকালে জেলার হাতীবান্ধা থানায় তার এ কর্মসূচির উদ্বোধন করেন সহকারী পুলিশ সুপার তাপস কুমার সরকার। এ সময় উপস্থিত ছিলেন, হাতীবান্ধা থানার ওসি ওমর ফারুক। পরে থানার চারপাশে শতাধিক তাল গাছের বীজ রোপন করা হয়।

এ সময় আব্দুর রাজ্জাক জানান, সবুজ পৃথিবী গড়তে ও জলবায়ু পরিবেশ রক্ষায়, বজ্রপাত রোধে ১ যুগ ধরে তিনি ব্যক্তিগত উদ্যোগে এ কর্মসূচি পালন করে আসছে।

 

Bootstrap Image Preview