Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মাভাবিপ্রবিতে পিএইচডি কোর্স চালুর দাবি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ নভেম্বর ২০১৮, ০৫:১৮ PM
আপডেট: ২১ নভেম্বর ২০১৮, ০৫:১৮ PM

bdmorning Image Preview


মাভাবিপ্রবি প্রতিনিধি:

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে লাইফ সায়েন্স অনুষদের অধীনে পিএইচডি কোর্স চালুর দাবিতে প্রক্টর অফিসে লিখিত আবেদন জানিয়েছে কয়েকজন শিক্ষার্থী।

মঙ্গলবার (২০ নভেম্বর) বিকাল ৫টায় রেজিস্ট্রার বরাবর প্রক্টরের মাধ্যমে লিখিত আবেদন জমা দেন লাইফ সায়েন্স অনুষদের কয়েকজন শিক্ষার্থী।

তারা লিখিত আবেদনে উল্লেখ করে বলেন, 'আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি লাইপ সায়েন্স অনুষদে পিএইচডি ও এম.ফিল কোর্স চালুর অনুমতি রয়েছে। তা ছাড়া এই কোর্সটি সায়েন্স অনুষদেও চালু রয়েছে। উচ্চ শিক্ষা অর্জনে আমরা এই কোর্সকে চালু করার প্রয়োজন মনে করছি।'

এ বিষয়ে লিখিত আবেদনকারী ফুড টেকনোলজি এন্ড নিউট্রিশনাল সায়েন্স বিভাগের মোঃ খোরশেদ আলম বলেন, আমরা স্যারদের মাধ্যমে জানতে পেড়েছি একাডেমিক কাউন্সিল, একাডেমিক বোর্ড ও রিজেন্ট বোর্ডের মাধ্যমে এর অনুমতি রয়েছে। সায়েন্স অনুষদে অধ্যাপক না থাকা ও পিএইচডিধারী স্বল্প শিক্ষক থাকা সত্ত্বেও তারা পিএইচডি ও এমফিল কোর্স চালিয়ে যাচ্ছে। অথচ লাইফ সায়েন্স অনুষদে ৬/৭ জন অধ্যাপক ও প্রায় ২২ জন পিএইচডি ডিগ্রীধারী থাকলেও পিএইচডি ও এমফিল কোর্স চালু করা হচ্ছে না। বিশ্ববিদ্যালয় প্রসাশন রাজনীতি করে আমাদের উচ্চশিক্ষার আশাভঙ্গ করছে।

এ বিষয়ে লাইফ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. এ.এস.এম সাইফুল্লাহ বলেন, উচ্চ শিক্ষার জন্য পিএইচডি ও এমফিল কোর্স চালু বিশ্ববিদ্যালয় তথা দেশের মান উন্নয়নের জন্য অতীব গুরুত্বপূর্ণ। ভর্তি পরীক্ষার জন্য বিশ্ববিদ্যালয় প্রসাশনের সকলেই আমরা ব্যস্ত আছি। ভর্তি পরীক্ষার কাজ শেষ হলেই অতি দ্রুত পিএইচডি ও এম.ফিল কোর্স চালুর সকল পক্রিয়া শেষ করব।

Bootstrap Image Preview