Bootstrap Image Preview
ঢাকা, ২৩ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রাষ্ট্রপতির দাওয়াতে বঙ্গভবনে ড. কামাল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ নভেম্বর ২০১৮, ০৪:২৯ PM
আপডেট: ২১ নভেম্বর ২০১৮, ০৪:৩০ PM

bdmorning Image Preview
সংগৃহীত


পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের দাওয়াতে বঙ্গভবনে গিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন। বঙ্গভবনের দরবার হলে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নেন তিনি।

বুধবার দুপুর পৌনে ১টায় রাজধানীর মতিঝিলে তাঁর চেম্বারে গণফোরামের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক শেষে বঙ্গভবনের উদ্দেশ্যে রওনা হন ড. কামাল। বুধবার দুপুরে বঙ্গভবনের দরবার হলে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে বেরিয়ে যাওয়ার সময় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে কুশল বিনিময় করেন ড. কামাল হোসেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা, ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া, অর্থ প্রতিমন্ত্রী এমএ মান্নান, তৃণমূল বিএনপির নেতা নাজমুল হুদা ছাড়াও সংসদ সদস্য, রাষ্ট্রপতির পরিবারের সদস্য, পদস্থ সামরিক-বেসামরিক কর্মকর্তারা।

মিলাদ ও দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন বঙ্গভবন জামে মসজিদের পেশ ইমাম মাওলানা সাইফুল কাবীর।

মিলাদ শেষে মুক্তিযুদ্ধে শহীদের আত্মার মাগফিরাত কামনা এবং দেশের শান্তি-সমৃদ্ধি ও মুসলিম উম্মাহের কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়। ড. কামাল হোসেনের সঙ্গে ছিলেন গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু।

গণমাধ্যমসূত্রে জানা যায়, বিকেল ৪টায় সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবসের এক অনুষ্ঠানে ড. কামাল হোসেনের যোগ দেওয়ার কথা রয়েছে। সেনাকুঞ্জের এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থাকবেন।

Bootstrap Image Preview