Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বেরোবির ১ম বর্ষ ভর্তি পরীক্ষার সময়সূচি নির্ধারণ

আদিব হোসাইন, বেরোবি প্রতিনিধি
প্রকাশিত: ২১ নভেম্বর ২০১৮, ০৩:০৭ PM
আপডেট: ২১ নভেম্বর ২০১৮, ০৩:০৭ PM

bdmorning Image Preview


বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষার বিস্তারিত সময়সূচি প্রকাশ করা হয়েছে।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে ভর্তি পরীক্ষার পঞ্চম সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। 

পরীক্ষার সময়সূচি অনুযায়ী আগামী ২ ডিসেম্বর চার শিফটে কলা অনুষদের (অ-ইউনিটের) ভর্তি পরীক্ষা, ৩ ডিসেম্বর চার শিফটে সামাজিক বিজ্ঞান অনুষদের (ই- ইউনিটের), ৪ ডিসেম্বর ১ম ও ২য় শিফটে বিজনেস স্টাডিজ অনুষদের (ঈ-ইউনিটের) এবং ৩য় ও ৪র্থ শিফটে জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের (ঋ-ইউনিটের) এবং শেষ দিন ৫ ডিসেম্বর ১ম ও ২য় শিফটে বিজ্ঞান অনুষদের (উ-ইউনিটের) এবং ৩য় ও ৪র্থ শিফটে প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের (ঊ-ইউনিটের) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

১ম শিফট শুরু হবে সকাল ৯-১০টা, ২য় শিফট সকাল ১১-১২টা, ৩য় শিফট দুপুর ১:৩০-২:৩০টা এবং ৪র্থ শিফট বিকাল ৩:৩০-৪:৩০টা পর্যন্ত।

উল্লেখ্য, আগামী ২-৫ ডিসেম্বর ২০১৮ তারিখে অনুষ্ঠিতব্য সকল ইউনিটের ভর্তি পরীক্ষা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। এছাড়া ভর্তি পরীক্ষার প্রয়োজনীয় সকল তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটের মাধ্যমে (www.brur.ac.bd)  এ পাওয়া যাবে। 
 

Bootstrap Image Preview