Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

চট্টগ্রাম টেস্টে অনিশ্চিত সাকিব

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ নভেম্বর ২০১৮, ০২:৪৩ PM
আপডেট: ২১ নভেম্বর ২০১৮, ০২:৫০ PM

bdmorning Image Preview


চট্টগ্রামে কাল (২২ নভেম্বর) মাঠে গড়াবে সিরিজের প্রথম টেস্ট। দুই মাসের ইনজুরি কাটিয়ে টেস্টে ম্যাচ দিয়ে এদিন তার দলে ফেরার কথা রয়েছে।তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আগমীকাল থেকে শুরু হতে যাওয়া সিরিজের প্রথম ম্যাচটিতে খেলতে পারবেন কি না, সে বিষয়ে সংশয়ে আছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

ইনজুরি থেকে মাঠের খেলায় ফেরার জন্য বেশ উদগ্রীব হয়ে আছেন সাকিব হাসান। তাই তো ক্যারিবিয়ানদের বিপক্ষে সিরিজ শুরুর আগে গত রবিবার থেকেই অনুশীলনে যোগ দেন। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং তিন ডিপার্টমেন্টেই সময় ব্যায় করছেন। নিজেকে পুরোপুরি ফিট করার জন্য রবিবার ও সোমবার দুই দিনই টানা অনুশীলন করে গেছেন। 

গতকাল বুধবার ছিল ঐচ্ছিক অনুশীলনে।এখানে সাধারণত তিনি অংশ নেন না। বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে পাঁচ দিনের টেস্ট। এর আগে আজ চট্টগ্রামে অনুশীলনের শেষ দিনে ব্যাট-বলের চেয়ে টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনাতেই সময় কাটিয়েছেন বেশি। আলোচনা দেখে আন্দাজ করা যাচ্ছিল প্রথম টেস্টে তার খেলা নিয়ে কিছুটা সংশয় দানা বেঁধেছে তার মনে। সংবাদ সম্মেলনে সাংবাদিক দের সঙ্গে কথা বার্তায় সেটি আরো পরিস্কার হলো।

দু্ই মাস বিরতির পর সরাসারি পাঁচ দিনের টেস্ট ম্যাচে খেলাটা ঝুকির কি না ? এমন এক প্রশ্নে সাকিব বলেন, ‘পাঁচ দিন খেলা কতটা চ্যালেঞ্জিং হবে সেটা সবাই জানি। যদি ৫ দিন ম্যাচটা গড়ায়, সে কারণে একটু হলেও অনিশ্চয়তা আছে। ওই অবস্থাতে (৫ দিন খেলার মতো) আমি এসেছি কিনা! সব মিলিয়ে আজকের দিন ধরে চার সেশন অনুশীলন করেছি। ভেতরে দুইটা সেশন ছিল ঐচ্ছিক। দেখা যাক। শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে ওটার (খেলতে পারবেন কিনা) জন্য।’

Bootstrap Image Preview