Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

ক্যারিবিয়ানদের বিপক্ষে ওয়ানডে খেলবেন মাশরাফি!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ নভেম্বর ২০১৮, ০১:১৬ PM
আপডেট: ২১ নভেম্বর ২০১৮, ০১:২০ PM

bdmorning Image Preview


সম্প্রতি চতুর্থ বাংলাদেশি হিসেবে এসিসির প্রেসিডেন্ট হয়েছেন নাজমুল হাসান পাপন।এসিসির সভা শেষে মঙ্গলবার রাতে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হয়ে দেশে ফেরেন। এ সময় তিনি ওয়েষ্ট ইন্ডিজ সফরে মাশরাফির খেলার বিষয়ে আশবাদ ব্যক্ত করেন।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডেতে মাশরাফি খেলা প্রসঙ্গে পাপন বলেন, ‘মাশরাফীর সঙ্গে আমার কথা হয়েছে। যখন খেলা থাকবে, ও খেলবে। এখনো ওর কাছে ক্রিকেট সবার আগে,’ নাজমুল হাসান বলেন, ‘ওর যতগুলো ম্যাচ আছে, সবগুলো খেলবে বলে আমরা বিশ্বাস করি। এটাই আমাদের ইচ্ছা।’

বাংলাদেশ সফরে দুটি টেস্ট, তিনটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টি ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। টি-টুয়েন্টি থেকে অবসর নিয়েছে এক বছরের বেশি সময়। আর টেস্টের পোশাক গায়ে জড়ায় না দীর্ঘ সময়। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে ৯ ডিসেম্বর। বাকি ম্যাচ দুটি ১১ ও ১৪ ডিসেম্বর। ভোট হবে ৩০ ডিসেম্বর।

মাশরাফির খেলার বিষয়ে পাপন আশাবাদ ব্যক্ত করলেও কিছুটা সংশয় বোধ এখনো কাজ করছে তার মধ্যে তিনি বলেন, ‘এখন যে সব বলে দিচ্ছি, হুবহু হবে এমনতো কোনো ঠিক নেই। ও নিজেও হয়তো এখন বলছে খেলবে; ওই সময় হয়তো খেলতে পারল না একটা ম্যাচ। আমি জানি না। তবে আমরা মনেপ্রাণে বিশ্বাস করি মাশরাফি সবগুলো খেলা খেলবে।’

আসন্ন একাদশ সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে আওয়ামী লীগের হয়ে মনোনয়ন নিয়েছেন মাশরাফি।ইতোমধ্যে নির্বাচন নিয়ে নিজ নির্বাচনী এলাকায় গণসংযোগও শুরু করেছেন মাশরাফি।

Bootstrap Image Preview