Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মাঝ আকাশে ইসলাম গ্রহণ পাইলটের

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ নভেম্বর ২০১৮, ১০:১৯ AM
আপডেট: ২১ নভেম্বর ২০১৮, ১২:২৪ PM

bdmorning Image Preview
সংগৃহীত


সৌদি আরবের তাবুক অঞ্চলের ১৮ হাজার ফুট ওপর দিয়ে বিমানটি উড়ে যাচ্ছিল। ঠিক এমন মুহূর্তে ইসলাম গ্রহণ করেছেন বিমানের একজন কো-পাইলট। এ-সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

৪১ সেকেন্ডের ওই ভিডিওতে বিমানের প্রথম পাইলটকে বলতে শোনা যায়, আমার ব্রাজিলীয় কো-পাইলট আমারি এখন কালেমায়ে শাহাদাহ পাঠ করবেন অর্থাৎ তিনি ইসলাম গ্রহণ করবেন। এরপর একজন তাকে কালেমা পাঠ করিয়ে শোনান আর তিনি সেটা মুখে উচ্চারণ করতে থাকেন। এ সময় প্রথম পাইলটকে বলতে শোনা যায়, আমার ভাই এখন থেকে একজন মুসলমান।

ইএল বালাদ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, যে মুহূর্তে ওই পাইলট ইসলাম গ্রহণ করেন তখন বিমানটি ১৮ হাজার ফুট উচ্চতায় উড়ছিল। ভিডিওটি এ পর্যন্ত ৮৫ হাজার বার দেখা হয়েছে।

Bootstrap Image Preview