Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কারওয়ান বাজারের সবজির আড়তে আগুন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ নভেম্বর ২০১৮, ১০:০৬ AM
আপডেট: ২১ নভেম্বর ২০১৮, ১০:০৬ AM

bdmorning Image Preview
সংগৃহীত


রাজধানীর কারওয়ান বাজারের সবজির আড়তে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মুহুর্তেই পুড়ে গেছে বেশ কয়েকটি দোকান।বুধবার (২১ নভেম্বর) ভোর সাড়ে চারটার দিকে আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট প্রায় ২ ঘণ্টা চেষ্টার পর সোয়া ছয়টায় আগুন নেভায়।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার কামরুল হাসান বাংলানিউজকে জানান, সোয়া ছয়টার দিকে আগুন নির্বাপন করা সম্ভব হয়েছে। তবে, প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে জানা যায়নি।

 

ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের প্রায় ২ ঘণ্টা চেষ্টার পর ভোর সোয়া ছয়টায় আগুন নেভানো সম্ভব হয়। এ অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ না জানা গেলেও বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে এ আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।

Bootstrap Image Preview