Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

একরাতে ৫ হাজার বিয়ে!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ নভেম্বর ২০১৮, ০৯:২২ PM
আপডেট: ২০ নভেম্বর ২০১৮, ০৯:২৩ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


বিয়ে তো মানুষের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি ঘটনা। সারাজীবন একসঙ্গে থাকার প্রতিশ্রুতির মাধ্যমে দুটি মানুষ বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হয়। তাই বিয়ের আগে বর ও কনে দু’পক্ষই অনেক যাছাই বাছাই করে সিদ্ধান্ত নেন। আর এর জন্য প্রয়োজন হয় সময়ের। আয়োজন থাকে অন্যরকম। কিন্তু ভারতের রাজধানী নয়াদিল্লিতে একরাতেই পাঁচ হাজার বিয়ে সম্পন্ন হয়েছে।

এমনিতেই দিনে দূষণ আর রাতে যানজট নিয়ে অতিষ্ঠ নয়াদিল্লিবাসী। এর মধ্যেই সোমবার রাতে নাভিশ্বাস উঠল ভারতের রাজধানী শহরের। কেননা গতরাতে একসঙ্গে সেখানে প্রায় পাঁচ হাজার দম্পতির বিয়ের কাজ সম্পন্ন হয়েছে। এই বিপুল সংখ্যক বিয়ের অনুষ্ঠানের অতিথিদের যাতায়তের কারণে ব্যাপক যানজটের কবলে পড়ে রাজধানীবাসী। আধা ঘণ্টার রাস্তা যেতে কোথাও দু’ঘণ্টা, কোথাও বা তারও বেশি সময় লেগেছে।

রাজধানী নয়াদিল্লির করুণ এ অবস্থার সমাধানে মহাসড়কে সহস্রাধিক অতিরিক্ত ট্রাফিক পুলিশ মোতায়েন করেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায়নি।

দিল্লি ট্রাফিক পুলিশের যুগ্ম কমিশনার অলোক কুমার বলেন, ‘আমাদের হিসাবে সোমবার রাতে পাঁচ হাজারের বেশি বিয়ের অনুষ্ঠান ছিল। অতিরিক্ত কর্মী নামানোর পাশাপাশি টুইটার হ্যান্ডলেও নিয়মিত আপডেট দেওয়া হয়েছে। কিন্তু তারপরও কোনো লাভ হয়নি।’

সোমবার রাতে ওই পাঁচ হাজার বিয়ের অনুষ্ঠানে হাজার হাজার নিমন্ত্রিত অতিথি আসেন। এছাড়া অতিথিদের তালিকায় ছিলেন অনেক ভিআইপি-ভিভিআইপি। তাদের যাতায়াতের জন্যও যানজট বেড়েছে বলে মনে করছেন নয়াদিল্লি ট্রাফিক পুলিশ।

যানজট মোকাবেলায় পুলিশের সদস্যরা সারারাত রাস্তায় টহল দিয়েছেন। অবৈধভাবে গাড়ি পার্কিং দেখলেই সেগুলো সরিয়ে দিয়েছেন কিংবা গাড়ি তুলে নিয়ে গেছেন। বিশেষ করে বিপত্তি ঘটে রাজধানীর দক্ষিণপূর্বাঞ্চলকে নিয়ে। কেননা ওই অঞ্চলেই বেশিরভাগ বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়।

Bootstrap Image Preview