Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

বাংলাদেশ থেকে পাচার হওয়া সাপের বিষের দাম ২২ কোটি টাকা!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ নভেম্বর ২০১৮, ০৮:২০ PM
আপডেট: ২০ নভেম্বর ২০১৮, ০৮:২০ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


বাংলাদেশ থেকে পাচার হয়ে ভারতে যাওয়ার পর প্রায় ২২ কোটি টাকার সাপের বিষ উদ্ধার করেছে দেশটি ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো ও সিআইডির যৌথ তদন্তকারীরা। এ সময় তিন পাচারকারীকে আটক করা হয়েছে। খবর আনন্দবাজার পত্রিকার।

সিআইডি সূত্রের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, বাংলাদেশ থেকে ২৪ পরগণার উদ্দেশে সাপের বিষ পাচার হয়ে সীমান্ত অতিক্রম করেছে বলে খবর পায় সিআইডি। ২৪ পরগণায় ওই বিষ হাতবদল হওয়ার কথা।

এ তথ্যের ভিত্তিতে বারাসতের ময়না এলাকায় হানা দেয় ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো ও সিআইডির যৌথ তদন্তকারীরা।

এ সময় তিন ব্যক্তিকে আটক করা হয়। আটককৃতরা হলেন গাইঘাটার অমিয় দাস, হরিণঘাটার দীপক রায় এবং অরুপ বিশ্বাস। আটককৃতদের কাছ থেকে দুটি কাচের পাত্রে সাপের বিষ উদ্ধার করা হয়েছে।

ওই দুই পাত্রে যে বিষ রয়েছে আনুমানিক মূল্য প্রায় ২২ কোটি টাকা।

Bootstrap Image Preview