Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আমার এমপি হওয়ার দরকার নাই, দরকার আপনাদের: শামীম ওসমান

বিডিমর্নিং ডেস্ক-
প্রকাশিত: ২০ নভেম্বর ২০১৮, ০৭:০৫ PM
আপডেট: ২০ নভেম্বর ২০১৮, ০৭:০৫ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, আমি আপনাদের কাছে ভোট চাইবো না। ভোট চাইতেও আসি নাই। আমার এমপি হওয়ার দরকার নাই। এমপি দরকার আপনাদের। আর তাকেই দরকার, যে আপনাদের জন্য কাজ করেছে, করবে এবং করতে চায়। বিগত সময়গুলোতে কত কাজ করেছি তা আপনারা ভালো করেই জানেন। জনপ্রতিনিধি ভালো না হলে উন্নয়ন হয় না। একজন ভালো জনপ্রতিনিধিই পারে এলাকার উন্নয়ন করতে।

মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) সিদ্ধিরগঞ্জের ৪ নম্বর ওয়ার্ডে এক পথ সভায় তিনি এসব কথা বলেন।

শামীম ওসমান বলেন, এই দেশকে আরও উন্নত দেখতে চাইলে শেখ হাসিনাকেই নির্বাচিত করতে হবে। একজন ভালো রাষ্ট্রনায়ক পারেন একটি দেশের উন্নয়ন করতে। তেমনিভাবে শেখ হাসিনাও পেরেছেন এই দেশকে উন্নতির দিকে ধাবিত করতে। তার সরকারের আমলে বাংলাদেশে অভাবনীয় উন্নয়ন হয়েছে।

তিনি আরও বলেন, গত ৫ বছরে বাংলাদেশের এমপিদের মধ্যে আমি সবচেয়ে বেশি কাজ করেছি। এর আগে ১৯৯৬ সালেও আমি সর্ব্বোচ্চ কাজ করেছি। এবার যদি আবার নির্বাচিত হতে পারি, তাহলে বাকি যেসব কাজ আছে সেগুলোও দুই বছরের মধ্যে শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। এর আগে আপনারা নির্বাচনের অনুমতি দিয়েছিলেন। তাই আমি নির্বাচনে নেমেছি। আপনারা কথা দিয়েছেন। কথা দিয়ে কথা না রাখা মুনাফিকের লক্ষণ। মুনাফিকদের আল্লাহ পছন্দ করে না। তাই আশা করবো, আপনারা কথা রাখবেন।

শামীম ওসমান বলেন, যারা ক্ষমতায় আসার জন্য আগুন সন্ত্রাস করে তাদের আর ক্ষমতায় আসতে দেয়া যাবে না। যারা ক্ষমতায় আসার জন্য বিপক্ষ দলের উপর গ্রেনেড হামলা চালায়, তাদের আবার ক্ষমতায় আসতে দেয়া যাবে না।

তিনি বলেন, যার হাত ধরে আজকে দেশ দরিদ্র রাষ্ট্র থেকে উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হয়েছে, যার হাত ধরে দেশের জিডিবির হার বেড়েছে। তাকেই এই দেশে আবার নির্বাচিত করতে হবে।

Bootstrap Image Preview