Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আত্রাইয়ে আইসিটি দক্ষতা বৃদ্ধি সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধিঃ
প্রকাশিত: ২০ নভেম্বর ২০১৮, ০৬:৫৬ PM
আপডেট: ২০ নভেম্বর ২০১৮, ০৬:৫৬ PM

bdmorning Image Preview


নওগাঁর আত্রাইয়ে আইসিটি দক্ষতা বৃদ্ধি সংক্রান্ত আইসিটি ডেভেলপমেন্ট ফোরাম আত্রাই উপজেলা শাখার প্রথম কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২০ নভেম্বর) আইসিটি ডেভেলপমেন্ট ফোরাম আত্রাই উপজেলা শাখা ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয়।

আত্রাই উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে আইসিটি ডেভেলপমেন্ট ফোরাম আত্রাই উপজেলা শাখার সভাপতি ও আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ সানাউল ইসলামের সভাপতিত্বে এ কর্মশালা উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী মোবারক হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, ফোরামের সাধারণ সম্পাদক ও রহমান স্কিল ডেভেলপমেন্ট ইন্সটিটিউটের চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী, নর্থবেঙ্গল স্কিল ডেভেলপমেন্ট ইন্সটিটিউট এর ইন্সট্রাকটর প্রভাষক আবু রেজা, আত্রাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও আপন আইটি লিমিটেডের পরিচালক নাজমুল হোসাইন সেন্টু, নেটিজেন আইটি লিমিটেডের শান্ত, আরএস কম্পিউটারস অ্যান্ড ট্রেনিং সেন্টারের পরিচালক মোঃ রফিকুজ্জামান (মানিক) প্রমুখ।

এছাড়াও উপজেলায় কর্মরত সকল কর্মকর্তা ও কম্পিউটার বিভাগের সকল কর্মচারীসহ উপজেলার কম্পিউটার হার্ডওয়ার ও সফটওয়ার নিয়ে কজ করেন এমন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভায় আত্রাই উপজেলাকে নওগাঁ জেলার শ্রেষ্ঠ উপজেলা হিসেবে গড়ার লক্ষে উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল সেক্টরে শত ভাগ তথ্য প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করার দৃঢ় প্রত্যয় জ্ঞাপন করা হয়।

Bootstrap Image Preview