Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

‘প্রত্যেক হিন্দুর একটাই চাওয়া, ভোটের আগে মন্দির পাওয়া’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ নভেম্বর ২০১৮, ০৪:৩৭ PM
আপডেট: ২০ নভেম্বর ২০১৮, ০৪:৩৭ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


অযোধ্যায় রামমন্দির নির্মাণের দাবিকে আরও গতিশীল করতে নতুন স্লোগান নিয়ে ২০১৯ সালের লোকসভা নির্বাচনে মাঠে নামছে শিবসেনা। তাদের এ স্লোগানে সরকার গঠনের চেয়ে মন্দির নির্মাণকেই বেশি গুরুত্ব দেয়া হয়েছে।

স্লোগানে বলা হয়, ‘প্রত্যেক হিন্দুর একটাই চাওয়া, ভোটের আগে মন্দির পাওয়া।’ শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে রোববার দলীয় নেতাদের সঙ্গে এক বৈঠকের পর সংবাদ সম্মেলনে এ স্লোগান ঘোষণা করেন। খবর এনডিটিভির।

আগামী ২৪ ও ২৫ নভেম্বর দু’দিনের অযোধ্যা সফরে যাচ্ছেন উদ্ধব ঠাকরে। তার আগে দলের শীর্ষ নেতাদের সঙ্গে এ বৈঠক করেন তিনি। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের শরিক শিবেসনা। মহারাষ্ট্রেও বিজেপির শরিক দল তারা। তবে গত চার বছরে একাধিক বিষয়ে দু’পক্ষের মধ্যে মতভেদ দেখা দিয়েছে।

নোটবন্দিসহ মোদি সরকারের বেশ কিছু সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে তারা। তাতে উঠে এসেছে রামমন্দির নির্মাণ প্রসঙ্গও।

শিবসেনার যুক্তি, মন্দির নির্মাণের প্রতিশ্রুতি দিয়েই ক্ষমতায় এসেছিল গেরুয়া বাহিনী। কিন্তু চার বছর কেটে গেলেও প্রতিশ্রুতি পূরণ হয়নি। তাই আসরে নামতে হচ্ছে তাদের। ঠাকরে বলেন, ‘আর কোনো প্রতিশ্রুতি নয়, এবার আগে মন্দির তৈরি করতে হবে বিজেপিকে। তবেই মিলবে ভোট।’

বহুদিন থেকেই অযোধ্যায় রামমন্দির নির্মাণে সরকারকে চাপ দিয়ে আসছে শিবসেনা, আরএসএসসহ হিন্দুত্ববাদী সংগঠন। ভারতের সুপ্রিমকোর্টে মামলার কারণে ঝুলে আছে অযোধ্যায় মন্দির নির্মাণ। আগামী জানুয়ারিতে এর শুনানি হওয়ার কথা রয়েছে।

কিন্তু বিতর্কিত ওই জমিতে মন্দির তৈরির কাজ এর আগেই শুরু করে দিতে চায় হিন্দুত্ববাদী সংগঠনগুলো। তাদের দাবি, এজন্য যদি অর্ডিন্যান্স জারি করতে হয়, তাই করুক মোদি সরকার।

ক্ষমতায় থাকার পরও মন্দির নির্মাণে ব্যর্থ হওয়ায় এর আগে নরেন্দ্র মোদির সমালোচনাও করে শিবসেনা। উত্তরপ্রদেশের বিজেপি বিধায়ক সুরিন্দর সিং ও সম্প্রতি এ ইস্যুতে মোদি সরকারের প্রতি হতাশা পোষণ করেন। আগামী বছর ভারতের লোকসভা নির্বাচন।

হিন্দুত্ববাদ ইস্যু নির্বাচনে বিজেপির অন্যতম হাতিয়ার। কিন্তু রাজনৈতিকমহলের পর্যবেক্ষণ, মন্দির ইস্যুতে এখনই কিছু বলতে চাইছে না মোদি-অমিত শাহ জুটি। আসন্ন লোকসভা পর্যন্ত এই ইস্যুকে জিইয়ে রাখতে চাইছেন তারা।

কারণ, বরাবরের মতো আসন্ন লোকসভার রণাঙ্গনেও রামমন্দিরই হতে চলেছে গেরুয়া শিবিরের সবচেয়ে শক্তিশালী ‘রণতরী’। ফলে এখনই তুরুপের তাস খরচের পক্ষপাতী নন বিজেপির শীর্ষ নেতারা।

Bootstrap Image Preview