Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মীরসরাইয়ে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ 

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি 
প্রকাশিত: ২০ নভেম্বর ২০১৮, ০৩:৫১ PM
আপডেট: ২০ নভেম্বর ২০১৮, ০৩:৫১ PM

bdmorning Image Preview


মীরসরাইয়ে রোমানা ইয়াছমিন (২০) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার ৮টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মস্তাননগর হাসপাতাল থেকে লাশটি উদ্ধার করে জোরারগঞ্জ থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক আলাউদ্দিন।

উপ পরিদর্শক আলাউদ্দিন জানান, নিহত ওই গৃহবধুর লাশের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা তাৎক্ষনিকভাবে এসব বিষয় নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের পর প্রকৃত কারন জানা সম্ভব হবে। ঘটনার পর থেকে পলাতক রয়েছে নিহত রোমানার স্বামী টিপু ও শ্বশুর  জসিম উদ্দিন সহ পরিবারের বাকি সদস্যরা।

প্রতিবেশীদের সাথে কথা বলে জানা যায়, সোমবার দিবাগত সন্ধ্যায় ওই গৃহবধূকে খুনের পর ঘটনা আড়াল করতে স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন গৃহবধুর মৃতদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

স্থানীয় সূত্র জানান, গত বছর খানেক আগে উপজেলার দূর্গাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের গনি কোম্পানীর বাড়ি জসিম উদ্দিন ছেলে মো. টিপুর সাথে মীরসরাইয়ের পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বটতল এলাকার মৃত জাহাঙ্গির আলমের মেয়ে রোমানা ইয়াছমিন কচির বিয়ে হয়। বিয়ের সময় মেয়ে পরিবার থেকে নগদ যৌতুক আদায় করে বর টিপুর পরিবার। কিন্তু তাতেও মন ভরেনি তাদের। তাই বিয়ের পর থেকেই স্বামী পরিবার যৌতুক দাবি আদায়ের জন্য গৃহবধূর উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাত। প্রতিবেশীদের দাবি ওই গৃহবধূর স্বামী সহ শ্বশুর বাড়ির সদস্যরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।

মস্তাননগর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক উর্মি রায় জানান, সোমবার দিবাগত রাত ৯:৫৫ মিনিটের সময় কচির মৃতদেহ হাসপাতালে নিয়ে আসেন তার স্বামী টিপু। কিন্তু হাসপাতালে আনার আগেই ওই গৃহবধূর মৃত্যু হয়েছে। 
 

Bootstrap Image Preview