Bootstrap Image Preview
ঢাকা, ২৫ শনিবার, মে ২০১৯ | ১১ জ্যৈষ্ঠ ১৪২৬ | ঢাকা, ২৫ °সে

লক্ষ্মীপুরে পাঁচ বছরে বেড়েছে নারী ভোটার

বিডিমর্নিং ডেস্ক-
প্রকাশিত: ২০ নভেম্বর ২০১৮, ০১:৩১ PM
আপডেট: ২০ নভেম্বর ২০১৮, ০১:৩১ PM

bdmorning Image Preview


আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুরের নারী ভোটার ৬ লাখ ৯ হাজার ৬৭৭ জন। নারী ভোটার বেড়েছে ৭৮ হাজার ৫৮৫ জন। জেলা নির্বাচন অফিস থেকে প্রাপ্ত তথ্যে এমনটাই জানা গেছে

পুরুষ ভোটার ৬ লাখ ২৩ হাজার ৪৮৭ জন। মোট ভোটার দাঁড়িয়েছে ১২ লাখ ৩৩ হাজার ১৬৪ জন। ২০১৪ সালের ৫ জানুয়ারির দশম জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটার ছিলেন ১০ লাখ ৫১ হাজার ৫২২ জন। এর মধ্যে নারী ভোটার ছিল ৫ লাখ ৩১ হাজার ৯২ জন। পুরুষ ভোটার ছিল ৫ লাখ ২০ হাজার ৪৩০ জন।

দশম জাতীয় সংসদ নির্বচনে নারী ভোটার বেশি থাকলেও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পুরুষ ভোটার বেশি।

আসন ভিত্তিক ভোটার তালিকা পর্যালোচনায় দেখা যায়, আসন্ন নির্বাচনে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে নারী ভোটার ১ লাখ ৮ হাজার ৭৭৯। পুরুষ ভোটার ১ লাখ ১০ হাজার ৭০২ জন। এ আসনে মোট ভোটার ২ লাখ ১৯ হাজার ৪৮১ জন।

লক্ষ্মীপুর জেলার মধ্যে সব থেকে বেশি ভোটার রয়েছেন লক্ষ্মীপুর-২ (রায়পুর ও লক্ষ্মীপুর সদরের আংশিক) আসনে। বর্তমান ভোটার সংখ্যা ৩ লাখ ৭২ হাজার ২২৩ জন। এখানে নারী ভোটার ১ লাখ ৮৫ হাজার ২১৭ জন। পুরুষ ভোটার ১ লাখ ৮৭ হাজার ৬ জন।

লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে বর্তমান ভোটার ৩ লাখ ৩০ হাজার ৬১৩ জন। নারী ভোটার ১ লাখ ৬২ হাজার ৪০০ জন। পুরুষ ভোটার ১ লাখ ৬৮ হাজার ২১৩ জন।

লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে ভোটার ৩ লাখ ১০ হাজার ৮৪৭ জন। নারী ভোটার ১ লাখ ৫৩ হাজার ২৮১ জন। পুরুষ ভোটার ১ লাখ ৫৭ হাজার ৫৬৬ জন।

Bootstrap Image Preview