Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বেরোবিতে প্রতি আসনে লড়বে ৫৪ জন ভর্তিচ্ছু

আদিব হোসাইন, বেরোবি প্রতিনিধি
প্রকাশিত: ২০ নভেম্বর ২০১৮, ০১:১৬ PM
আপডেট: ২০ নভেম্বর ২০১৮, ০১:১৬ PM

bdmorning Image Preview


বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষে স্নাতক প্রথমবর্ষ ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে লড়বে ৫৪ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।

আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ তথ্য ও প্রকাশনা বিভাগের কর্মকর্তা আরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি আরও জানান, 'এ' ইউনিটের (কলা অনুষদ) ১৯৫টি আসনের বিপরীতে আবেদন করেছে ১৮ হাজার ২৭০ জন এবং প্রতি আসনে লড়বে ৯৩ জন। 'বি' ইউনিটের (সামাজিক বিজ্ঞান অনুষদ) ৩৭৫টি আসনের বিপরীতে ১৯ হাজার ৮১২ জন এবং প্রতি আসনে লড়বে ৫৩ জন। 'সি' ইউনিটে (বিজনেস স্টাডিস অনুষদ) ২৪৫টি আসনের বিপরীতে ৮ হাজার ১২৩ জন এবং প্রতি আসনে লড়বে ৩৩ জন । 'ডি' ইউনিটে (বিজ্ঞান অনুষদ) ২৮০টি আসনের বিপরীতে ৮ হাজার ৯০১ জন এবং প্রতি আসনে লড়বে ৩২ জন। 'ই' ইউনিটে (প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ) ১০০টি আসনের বিপরীতে ৬ হাজার ৯৬৬ জন এবং প্রতি আসনে লড়বে ৭০ জন । 'এফ' ইউনিটে (জীব ও ভূ-বিজ্ঞান অনুষদ) ১২০ টি আসনের বিপরীতে ৮ হাজার ৫৯৬ জন এবং প্রতি আসনে লড়বে ৭১ জন ভর্তিচ্ছু।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদে ২১টি বিভাগে কোটাসহ মোট ১৩১৫টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছেন ৭০ হাজার ৬ শ' ৬৭ জন ভর্তিচ্ছু। গত রবিবার রাত ১১ টায় অনলাইনের মাধ্যমে ভর্তিচ্ছুদের আবেদন প্রক্রিয়া সম্পন্ন হয়।

উল্লেখ্য; আগামী (০২-০৬) ডিসেম্বর ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ১ম বর্ষ  স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ( www.brur.ac.bd) এ পাওয়া যাবে।
 

Bootstrap Image Preview