Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

৫ম বারের মতো 'দেশ পাণ্ডুলিপি পুরস্কার- ২০১৮' ঘোষণা

হৃদয় দেবনাথ, মৌলভীবাজার প্রতিনিধিঃ
প্রকাশিত: ২০ নভেম্বর ২০১৮, ১২:৫২ PM
আপডেট: ২০ নভেম্বর ২০১৮, ০২:১৬ PM

bdmorning Image Preview


সম্প্রতি প্রকাশনা সংস্থা 'দেশ পাবলিকেশন্স' ৫ম বারের মতো 'দেশ পাণ্ডুলিপি পুরস্কার- ২০১৮' ঘোষণা করেছে। আর এবার পুরস্কারের জন্য মনোনীত হয়েছে তরুণ কথা সাহিত্যিক কয়েস সামীর লেখা লাকি থার্টিন গল্পের পাণ্ডুলিপি। 

সৃজনশীল প্রকাশনা সংস্থা দেশ পাবলিকেশন্স ৫ম বারের মতো দেশ পাণ্ডুলিপি পুরস্কার ২০১৮ দেওয়ার জন্য লেখকদের কাছ থেকে গত সেপ্টেম্বরে পাণ্ডুলিপি আহ্বান করে। তারই প্রেক্ষিতে তরুণ কথা সাহিত্যিক কয়েস সামি তার লেখা লাকি থার্টিন গল্পের পাণ্ডুলিপি জমা দেন।

দেশ পাবলিকেশন্স এর এই আহ্বানে সেপ্টেম্বর থেকে ১০ অক্টোবর পর্যন্ত মোট ১৭১ টি পাণ্ডুলিপি জমা পড়ে। এর মধ্য থেকে জুরিবোর্ডের প্রাথমিক নির্বাচনের ভিত্তিতে সংক্ষিপ্ত তালিকা প্রকাশ হয়। এর মধ্যে বিশেষ তরুণ পাণ্ডুলিপি পুরস্কারের জন্য শ্রেষ্ঠ দুইজনের নাম ঘোষণা করা হয়। তার মধ্যে অন্যতম একজন দু'টি পাতা একটি কুড়ির দেশ শ্রীমঙ্গলের কৃতি সন্তান জনপ্রিয় তরুণ কথা সাহিত্যিক কয়েস সামি।

কয়েস সামির সেই ছেলেবেলা থেকেই বইয়ের সাথে ভীষণ সখ্যতা। সাহিত্য ভালোবেসে পড়াশোনা করেছেন সিলেটের এম.সি কলেজের ইংরেজি বিভাগে। ছাত্রজীবন থেকেই জড়িত লেখালেখির সাথে। ছোটদের গল্প লেখার পাশাপাশি কয়েস সামির 'ঝরিছে নয়ন বারি' বইটি পাঠক মহলে বেশ প্রশংসা কুড়িয়েছে। তাছাড়া ছোটদের নিয়ে লেখা তার কয়েকটি গল্পের বই ইতোমধ্যে ব্যাপক দর্শক প্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে।

পেশাগতভাবে কয়েস সামি একজন সফল ব্যাংকার। তরুণ এ কথা সাহিত্যিক কর্মরত আছেন ডাচ বাংলা ব্যাংক হবিগঞ্জ শাখার ব্যাবস্থপক হিসেবে। কয়েস সামির জন্ম ও বেড়ে ওঠা মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল কলেজ রোডে। তার পিতা আব্দুল মান্নান শ্রীমঙ্গল সরকারি কলেজের প্রাক্তন প্রভাষক। ব্যক্তি জীবনে কয়েস সামি স্ত্রী জেসমিন পপি একজন হাউজ ওয়াইফ এবং দুই সন্তান সাফওয়ান সামি আর সাবিত সামীর গর্বিত পিতা। বর্তমানে তিনি শ্রীমঙ্গল থেকে প্রকাশিত কলেজ রোড নামে একটি সাহিত্য সাময়িকী সম্পাদনা করছেন। লেখালেখিটা ছাত্রজীবন থেকেই তার রক্তের সাথে মিশে আছে। তার এ অর্জনে অভিনন্দন জানিয়েছেন মৌলভীবাজার টেলিভিশন জার্নালিস্ট মিডিয়ার সম্মানিত সদস্য এবং স্বনামধন্য টেলিভিশন চ্যানেল জিটিভির রিপোর্টার হৃদয় দেবনাথ, তারিক হাসান,কবি জহিরুল মিঠু সহ আরো অনেকেই।

দেশ পাবলিকেশন্সের ব্যবস্থাপনা পরিচালক অচিন্ত্য চয়ন সাংবাদিকদের জানান, চেতনায় ঐতিহ্য এ শ্লোগানকে ধারণ করে সুনামের সঙ্গেই ৫ম বছরের পুরস্কার ঘোষণা শুরু হলো। প্রতি বছরেই তরুণদের গুরুত্ব দিয়ে থাকি। এবারও মানসম্মত পাণ্ডুলিপিকে পুরস্কৃত করার পাশাপাশি তরুণদের গুরুত্ব দেওয়ার চেষ্টা করেছি।

প্রথমবারের মতো গণমাধ্যমে পুরস্কার প্রদান এবং পুরস্কার হিসাবে ক্রেস্ট ও সম্মাননা সনদের সঙ্গে প্রথমবারের মতো নগদ অর্থমূল্য প্রদান করা হবে। মনোনীত পাণ্ডুলিপি একুশে গ্রন্থমেলা-২০১৯ এ গ্রন্থ আকারে প্রকাশ করা হবে।

Bootstrap Image Preview