Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

জাতীয় পার্টির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ নভেম্বর ২০১৮, ১২:৩৪ PM
আপডেট: ২০ নভেম্বর ২০১৮, ১২:৩৪ PM

bdmorning Image Preview


আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিরোধী দল জাতীয় পার্টির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ কার্যক্রম শুরু হয়েছে আজ। সারা দেশের ৩০০ আসনে যারা দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন, সবার সাক্ষাৎকারের নেয়ার কথা। ইতিমধ্যে ইমানুয়েল কনভেনশন সেন্টারে জাতীয় পার্টির মনোনয়নপ্রত্যাশীরা এসে ভিড় করেছেন।

মঙ্গলবার (২০ নভেম্বর) বেলা সাড়ে ১১টার থেকে গুলশানের ইমানুয়েল কনভেনশন সেন্টারে এ কার্যক্রম শুরু হয়েছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে সারা দেশে দুই হাজার ৮৬৫ নেতা জাতীয় পার্টির মনোনয়ন ফরম কিনেছেন।

মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেবে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বাধীন দলীয় মনোনয়ন বোর্ড।

ইতিমধ্যে জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ, কো-চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব এবিএম রুহুল আমীন হাওলাদারসহ কেন্দ্রীয় নেতারা ইমানুয়েল কনভেনশন সেন্টারে এসে পৌঁছেছেন। পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এলেই মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু হবে।

Bootstrap Image Preview