Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ঘরোয়া উপায়ে দূর করতে পারেন মেছতা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ নভেম্বর ২০১৮, ১২:২৮ PM
আপডেট: ২০ নভেম্বর ২০১৮, ১২:২৮ PM

bdmorning Image Preview


মুখের মেছতার সমস্যায় অনেকেরই হয়ে থাকে। বিশেষ করে যেসব নারী ও পুরুষদের বয়স ৩৫ বেশি তাদের এই সমস্যা বেশি দেখা দিতে পারে। এছাড়া যারা ত্বকের যত্নে অবহেলা করেন তাদের ক্ষেত্রেও এই সমস্যা হতে পারে।

তবে মেছতা হওয়ার অন্যতম কারণ হচ্ছে অপরিচ্ছন্ন ত্বক।

আসুন এখন জেনে নেওয়া যাক ঘরোয়া উপায়ে মেছতা দূর করা ও ত্বক পরিষ্কার করার উপায়-

টমেটো:

ভিটামিন সি সমৃদ্ধ টমেটোর রস ত্বকের কালো দাগ দূর করে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে। তাই টমেটোর পাল্প ত্বকে লাগিয়ে ১০ থেকে ১৫ মিনিট ম্যাসাজ করে, ঠাণ্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলতে হবে। এটি প্রতিদিন অথবা সপ্তাহে তিন-চার দিন ব্যবহার করলে মেচতা দূর হবে।

আলু:

আলুর রস মেচতার দাগ দূর করতে সাহায্য করে। এটি চোখের চারপাশে জমে থাকা কালো দাগ (ডার্ক সার্কেল) দূর করতে সাহায্য করে।

লেবু:

ত্বককে উজ্জ্বল করতে ও ত্বকের কালো দাগ দূর করতে লেবু ব্যবহার করতে পারেন। লেবু রসে উচ্চমাত্রার সাইট্রিক এসিড থাকায় লেবু ব্যবহারের ফলে ত্বকের অধিক তেল শোষণ করে ব্যাকটেরিয়া সংক্রমণ থেকে ত্বককে রক্ষা করে।

লেবুর ব্যবহার:

মেছতা ও দাগমুক্ত ত্বকের জন্য তাজা লেবুর রস ত্বকে লাগিয়ে রাখুন ১৫ থেকে ২০ মিনিট। এটি প্রতিদিন অথবা সপ্তাহে একদিন ব্যবহার করতে হবে।

মুলতানি মাটি:

মুলতানি মাটি ত্বকের মরা কোষ পরিষ্কার করে এবং ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে সাহায্য করে। এটি ত্বকের এক্সট্রা অয়েল শুষে নিয়ে ত্বককে পরিষ্কার ও উজ্জ্বল করে।

লেবু ও টমেটো:

এক চা চামচ লেবুর রসের সঙ্গে এক চা চামচ টমেটোর রস মিশিয়ে এটি ত্বকে লাগিয়ে হালকাভাবে ম্যাসাজ করতে হবে  এবং ১৫ থেকে ২০ মিনিট পর ধুয়ে ফেলতে হবে। এক মাস নিয়মিত এটি ব্যবহার করলে ত্বকের মেচতা দূর হবে।

অ্যালোভেরা:

অ্যালোভেরা জেল ত্বকে লাগিয়ে রাখতে হবে। সম্পূর্ণ জেল ত্বকে শুকিয়ে গেলে পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি সপ্তাহে দু'বার ব্যবহার করতে পারেন। অ্যালোভেরা জেল দুই চা চামচ, এক চা চামচ লেবুর রস এবং চিনি একসাথে মিশিয়ে হালকাভাবে ত্বকে ঘষুন। ১৫ মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে দুই থেকে তিন দিন এটি ব্যবহার করুন।

গোলাপজল, সবুজ চা, শসার রস:

সামান্য গোলাপজল, সবুজ চা, শসার রস, লেবুর রস, পানি ও মুলতানি মাটি দিয়ে একটি মিশ্রণ তৈরি করে ত্বকে ১৫ থেকে ২০ মিনিট লাগিয়ে রাখতে হবে। পরে পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে।

এছাড়া এক চা চামচ টমেটোর রস এবং চন্দন গুঁড়া, দুই চা চামচ মুলতানি মাটি একসাথে মিশিয়ে ত্বকে লাগিয়ে ২০ মিনিট পর ধুয়ে ফেলতে হবে। এটি সপ্তাহে দুইদিন ব্যবহার করা যেতে পারে।

স্ট্রবেরি:

স্ট্রবেরি উচ্চমাত্রার ভিটামিন সি, হাইড্রোক্সি এসিড, স্যালিলিক এসিড, অ্যালিজিক এসিড সমৃদ্ধ। এটি ত্বকের মরা কোষ দূর করে, দাগ, একনে এবং ত্বক ফাটা থেকে রক্ষা করে।

Bootstrap Image Preview