Bootstrap Image Preview
ঢাকা, ২৭ বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২০২০ | ১৪ ফাল্গুন ১৪২৬ | ঢাকা, ২৫ °সে

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় পিইসি পরীক্ষার্থী নিহত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ নভেম্বর ২০১৮, ১২:১৩ PM
আপডেট: ২০ নভেম্বর ২০১৮, ১২:১৩ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় সুমনা আকতার (১১) নামে এক প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষার্থী নিহত হয়েছেন।

সোমবার (১৯ নভেম্বর) সকালে রিকশায় চড়ে কেন্দ্রে যাওয়ার পথে চট্টগ্রামের নগরীর বন্দর মার্কেট এলাকায় টমটমের ধাক্কায় নিহত হয় সে।

একই দুর্ঘটনায় আহত হয়েছে ফারজানা আকতার পিংকি (১১) নামের আরেক পিইসি পরীক্ষার্থী। সুমনা ওই এলাকার বাবর উদ্দিনের মেয়ে ও ঘাসফুল প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী ছিল।

স্থানীয়সূত্রে জানা যায়, গতকাল সকালে দ্বিতীয় দিনের পিইসি পরীক্ষা দিতে সুমনা ও পিংকি হালিশহর মকবুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে যাচ্ছিল। এ সময় তাদের বহনকারী রিকশাকে একটি টমটম পেছন থেকে ধাক্কা দেয়। এতে দুইজনই রাস্তায় ছিটকে পড়ে। সুমনা টমটমের চাকার নিচে পড়ে গুরুতর আহত হয়।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক সুমনাকে মৃত ঘোষণা করেন।

Bootstrap Image Preview