Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শ্যামনগরে বিনা ধান-২০ এর মাঠ দিবস অনুষ্ঠিত

রনজিৎ বর্মন, শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি
প্রকাশিত: ২০ নভেম্বর ২০১৮, ১০:৫৭ AM
আপডেট: ২০ নভেম্বর ২০১৮, ১০:৫৭ AM

bdmorning Image Preview


বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উপকেন্দ্র সাতক্ষীরার বাস্তবায়নে উন্নত শষ্য বিন্যাস পরীক্ষণের আওতায় আয়রণ ও জিঙ্ক সমৃদ্ধ বিনা ধান-২০ এর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। 

গতকাল সোমবার বিকালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার যাদবপুর গ্রামে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট(বিনা) উপকেন্দ্র সাতক্ষীরার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল আরাফাত তপুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার আবুল হোসেন মিয়া।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট(বিনা) বিনা উপকেন্দ্র সাতক্ষীরার বৈজ্ঞানিক কর্মকর্তা মাসুম সরদার,উপ সহকারী কৃষি কর্মকর্তা নুর আলী বিশ্বাস, সাংবাদিক রনজিৎ বর্মন ,কৃষক ইমান আলী প্রমুখ। অনুষ্টানে বক্তারা বলেন বিনা-২০ ধান আয়রণ ও জিঙ্ক সমৃদ্ধ। এটি মানুষের পুষ্টির চাহিদা মিটাবে। এ ধানের জীবনকাল কম। ফলে কৃষকরা একই স্থানে দুটি ফসল উৎপাদন করে অর্থনৈতিকভাবে লাভবান হতে পারবে। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন উপসহকারী কৃষি কর্মকর্তা মাহফুজুর রহমান।

মাঠ দিবসে বিনা কর্মকর্তারা বলেন  ধান কর্তন শেষে বিনা ধান-২০এর ফলন পাওয়া গেছে শুকনা অবস্থায় বিঘা প্রতি ধানের ফলন ২০ মণ।

Bootstrap Image Preview