Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শিকাগোর হাসপাতালে বন্দুকধারীর হামলায় পুলিশসহ নিহত ৪

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ নভেম্বর ২০১৮, ১০:৪৯ AM
আপডেট: ২০ নভেম্বর ২০১৮, ১০:৪৯ AM

bdmorning Image Preview


যুক্তরাষ্ট্রের শিকাগোতে একটি হাসপাতালে বন্দুকধারীর হামলায় হামলাকারীসহ কমপক্ষে ৪ জন নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে আরো অনেকে।

সোমবার (১৯ নভেম্বর) বিকেলে শিকাগোর মের্সি হাসপাতালে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় বন্দুকধারীর গুলিতে নিহতের মধ্যে দুইজন নারী হাসপাতাল কর্মী এবং একজন পুলিশ কর্মকর্তা রয়েছেন।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম আজ মঙ্গলবার এ খবর প্রকাশ করেছে। নিহতরা তিনজন হলেন- একজন পুলিশ অফিসার, একজন চিকিৎসক এবং একজন ফার্মাসিউটিক্যাল অ্যাসিস্ট্যান্ট।

শিকাগো পুলিশের মুখপাত্র অ্যান্তনি গুগলিয়েলমি জানান, নিহত পুলিশ কর্মকর্তার নাম স্যামুয়েল জিমেনজি। ২০১৭ সালের ফেব্রুয়ারিতে পুলিশ বাহিনীতে যোগদান করা স্যামুয়েল সম্প্রতি সফলতার সঙ্গে তার প্রবেশনারি পিরিয়ড সম্পন্ন করেন। দ্রুতই তার পূর্ণ অফিসারের স্বীকৃতি পাওয়ার কথা ছিলো।

পুলিশ জানায়, একটি পেট্রোল কারের মাধ্যমে হামলাকারী হাতে বন্দুক উঁচিয়ে হাসপাতালে প্রবেশ করে। এ সময় সে দৌঁড়ে হাসপাতাল ভবনের ভেতরে প্রবেশ করে ও এলোপাতাড়ি গুলি চালায়।

পুলিশ আরো জানায়, হামলাকারীর পরিচয় জানা যায়নি। এছাড়া হামলাকারী পুলিশের গুলিতে নাকি আত্মহত্যা করেছে বিষয়টিও পরিষ্কার নয়।

Bootstrap Image Preview