Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিএনপির প্রতীক ‘ধানের ছড়া’ না ‘শীষ’, সংশোধন চেয়ে রিট

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০১৮, ১০:০৭ PM
আপডেট: ১৯ নভেম্বর ২০১৮, ১০:০৭ PM

bdmorning Image Preview
প্রতীকী


বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নির্বাচনী প্রতীক ধানের শীষের নাম সংশোধন চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

সোমবার (১৯ নভেম্বর) বিএনপির প্রতীকের সঙ্গে ধানের শীষের ছবির মিল নেই, ধানের ছড়ার মিল রয়েছে উল্লেখ করে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের আইনজীবী হারুন উর রশীদ। রিটে নির্বাচন কমিশন, বিএনপির মহাসচিবসহ সংশ্লিষ্ট ৬ জনকে বিবাদী করা হয়েছে।

হারুন সাংবাদিকদের বলেন, ‘প্রতীকের সঙ্গে ধানের শীষের ছবির মিল না থাকায় রিটটি দায়ের করেছি। বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আবেদনটির শুনানি হতে পারে।’

“বিএনপি যে প্রতীকে নির্বাচন করছে তা ভুল। কেননা, তারা বলছে ‘ধানের শীষ’ কিন্তু ছবিতে দেখা যাচ্ছে ‘ধানের ছড়া’। অর্থাৎ ছবির সঙ্গে প্রতীকের নামের কোন মিল নেই। কেননা, ধানের শীষ আর ধানের ছড়া একই বিষয় না। বিএনপির প্রতীক হচ্ছে ধানের ছড়া। তাই তাদের প্রতীক ঠিক থাকবে কিন্তু ধানের শীষের পরিবর্তে লিখতে হবে ধানের ছড়া।”

এই আইনজীবী জানান, ১৯৯১ সালেও এই ভুলটি তিনি বিএনপির দৃষ্টিগোচর করেছিলেন। তবুও ভুলটি তারা সংশোধন করেনি। তাই প্রতিকার চেয়ে তিনি রিট আবেদন করেছেন।

আইনজীবীর রাজনৈতিক পরিচয়ের বিষয়ে জানতে চাইলে এই আইনজীবী বলেন, ‘আমার কোন রাজনৈতিক পরিচয় নেই। আমি রাজনীতি করি না। আমি একজন আইনজীবী।’

Bootstrap Image Preview